নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওসখাইন

গাফফার ভাই

স্বঘোযিত সাংবাদিক

গাফফার ভাই › বিস্তারিত পোস্টঃ

কেন চট্টগ্রাম শাহ আমানত বিমান বনদর নাম হল জানেন কি ????

২৯ শে মে, ২০০৭ বিকাল ৫:২০

নাম ছিল চট্টগ্রাম এম এ হাননান বিমান বনদর। ২৬ শে মাচ এম এ হাননান প্রথম সাধীনতা ঘোযনা পাঠ করেন। বি এন পি / জামাত রাতের অনদকারে নাম করেন করেন চট্টগ্রাম শাহ আমানত বিমান বনদর। উদেদশ্য মেজর জিয়াকে সাধীনতা ঘোযক করা। ধর্মকে ব্যবহার করে পীর আউলিয়া নাম ব্যবহার করেছে । আমি সাধীনতা ঘোযনার সাথে জডিত পরিবারের এক সদশ্য। আমাকে প্রশন করুন ২৬শে মাচ সাধীনতা ঘোযনা বিযয়ে ? সাধীনতা ঘোযনা বিক্ ত কারীদের শাসতী দাবী করছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০০৭ বিকাল ৫:৫০

আশরাফ রহমান বলেছেন: আমাকে প্রশন করুন ২৬শে মাচ সাধীনতা ঘোযনা বিযয়ে ? আপনার এ আহ্বানে সাড়া দিয়েই একটা প্রশ্ন করলাম। বলুন তো স্বাধীনতা ঘোষণার ব্যাপারে কোন দাবীটা সঠিক?

১. ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী বাঙালীদের ওপর হামলা চালালে শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণার বার্তা টেলিফোনের মাধ্যমে পিলখানাস্থ ই.পি.আর. সদর দফতরে পাঠান। পিলখানা থেকে ওয়্যারলেসে সেই বার্তা চট্টগ্রামে মরহুম জহুর আহমেদ চৌধুরীর নিকট পাঠানো হয়। অতঃপর চট্টগ্রাম থেকে তা সারা বিশ্বময় প্রচার করা হয়।

২. চট্টগ্রামের মরহুম আব্দুল হান্নানের নিকট এই বার্তা প্রেরণ করা হয় এবং তিনি স্বাধীনতার ঘোষণাটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার করেন।

৩. শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার এ দাবীকে অস্বীকার করে নিজেকে স্বাধীনতার ঘোষক দাবী করেছেন চাঁদপুরের জনৈক চান মিয়া। কেবল দাবী করেই তিনি ক্ষান্ত হন নি; রীতিমত হাইকোর্টে রীট আবেদন করেছেন!

আপনার পোস্টের বক্তব্যের সপক্ষে কোন প্রমাণ আছে নাকি এটা কেবল পারিবারিক দাবী?

২| ২৯ শে মে, ২০০৭ রাত ৯:১৫

গাফফার ভাই বলেছেন: আমার পরিবারের এবং আতনীয় ২জন সদস্য এখনো জীবিত , একজন প্রকোঊশলী মুসলেম খান (যিনি রেডিও সটশন চালু করেছিলেন ২৬ ও২৭ শে মাচ ১৯৭১ সালে) অন্যজন এম এ মাননান (যিনি ২৬শে মাচ ১৯৭১ রেডিও সটশন উপসিত ছিলেন এবং প্রাপত মনএী)

৩| ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৫৩

সফি বলেছেন: আশরাফ রহমান: প্রমাণ পেলেন তো?
গাফফার ভাই: আশরাফ রহমানের প্রশ্নের উওর দিবেন কি?

"আর বিএনপির দাবী হচ্ছে.... চট্টগ্রাম বিমান বন্দরের নাম জিয়া আন্তর্জাতিক - ২ করা হোক।"

নামকরণ নিয়ে আমাদের দেশে একটি কোর্স খুলতে চাচ্ছি। এই কোর্সে ছাত্রদের শেখানো হবে কিভাবে নির্ভুল নামকরণ করতে হয়। যে হারে আমরা নাম নিয়ে মাথা ঘামাই.............
গাফফার ভাইয়ের কি সময় হবে?

৪| ২৯ শে মে, ২০০৭ রাত ১১:৩২

বন্ধনহীন বলেছেন: বিএনফি যেরকম দায়ী, একই ভাবে আমলিগও দায়ী। এই বিমানবন্দরের এর আগেও একটা নাম ছিল। প্রিয় চট্টগ্রামের নামে এর নাম ছিল - "চট্টগ্রাম বিমান বন্দর"। আমলিগ ক্ষমতায় এসে নাম পরিবর্তন না করলেও পারতো, তাহলে বিএনফি এই কুকর্মটা করতে পারতো না।

শ্রদ্দেয় এম এ হাননান কে সম্মান করার জন্য শুধুমাত্র বিমানবন্দরটাই বাকী ছিল? আর কোনভাবে তাকে সম্মান জানানো যায় না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.