![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীন শহরে গুয়া নামের এক ছেলে হাস্পাতালের বিছানায় শুয়ে আছে।ছয় বছরের এই ছেলের চোখ দুটো অরগান ট্রাফিকেরা উপড়ে ফেলেছে।সে জানেনা সে যে অন্ধ।সে তার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে, ‘এখনও সূর্য ওঠেনি কেন? এত অন্ধকার কেন?’ উত্তরে তারা বলল, ‘তুমি চোখে ব্যাথা পেয়েছো তাই চোখে ব্যান্ডেজ। ব্যান্ডেজ খোলার পর তুমি ভাল হয়ে যাবে।’ উত্তরটা দিতে খুব কষ্ট হয়।খুব রিদয়বিদারক দৃশ্য।পুলিশ বলছে এক মহিলা এ অপকর্মের সঙ্গে জড়িত।সে ছেলেটিকে নেশাগ্রস্ত করে তারপর তার চোখ দুটো উপড়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে ২৭ই আগস্ট, ২০১৩।
©somewhere in net ltd.