![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের মেঘলা আকাশের নীচে টাপুর টুপুর বৃষ্টির শব্দে ঘুমাতে কি মজা লাগে! বৃষ্টির দিনে ভোরের আজানের মিষ্টি সুর, মনে হয় কান্নার সুর।মনকে ছুঁয়ে যায়।কষ্টগুলো ধুয়ে দেয়।দুপুরের এই বৃষ্টি, এই রোদ। আলো আধাঁরের খেলাটি বেশ মুগ্ধ করে।যেই মাত্র বারান্দায় কাপড় শুকোতে দিয়েছি আর অমনি অঝোর বৃষ্টিধারা।হন্তদন্ত হয়ে ভেজা কাপড়গুলো দলা পাকিয়ে ঘরে ঢুকাই।আবার আকাশ ফর্সা হল।কাপড়গুলো আবার দড়িতে টাঙ্গানো হল।আহা, কী জ্বালা!এ জ্বালাতেও কত আনন্দ!বিকেলের রিমঝিম বৃষ্টি। গরম গরম ধুমায়িত এক পেয়ালা চা আর তার সঙ্গে টা মানে মচমচে পিয়াজু ভাজা।খেতে খেতে হা করে বৃষ্টি পড়ার দিকে চেয়ে থাকা। কী দারুণ অনুভূতি!কিছুপর গুড়ি গুড়ি বৃষ্টি, বিন্দু বিন্দু অশ্রু।‘আজি ঝরঝর মুখরও বাদলও দিনে’ গান গাই। মধ্যরাতের ঝুমঝুম বৃষ্টির রিনিঝিনি মধুর সঙ্গীতের তালে তালে চাদর জড়িয়ে ঘুমাই।কি মজা!
©somewhere in net ltd.