নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন রহমান

নাসরীন রহমান

নাসরীন রহমান › বিস্তারিত পোস্টঃ

সাত রকমের সুপার বীজ খাওয়ার উপকারিতা

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬



আপনি হয়ত নানা ধরণের স্বাস্থ্যকর সুপার খাদ্যের কথা শুনেছেন।কিন্তু আপনি কী সুপার বীজের কথা শুনেছেন? জেনে নিন কীভাবে ছোট্ট বীজ আপনার স্বাস্থ্য ভাল রাখতে পারে।

১ ডালিমের দানা









ডালিমের দানা খুবই গুণের। বিশেষ করে রোগ সারাতে রোগীর পথ্য হিসেবে ডালিমের জুড়ি নেই!ছিমছাম ফিগার কার না পছন্দ।শরীরের চর্বি কমাতে ডালিমের রসের বিকল্প নেই।প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে ডালিমে।তাছাড়া ডালিম দেহের শক্তি বৃদ্ধির সহায়ক।



২ সোয়াবিন বীজ





সোয়াবিন বীজে প্রচুর পরিমাণ আঁশ রয়েছে।আঁশযুক্ত বীজটির মধ্যে কেলোরি ভরপুর। ফিগার ফিটফাট রাখতে সাহায্য করে। আবার শক্তিও বৃদ্ধি করে।

৩ কুমড়ার বীজ

[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/nasreenr_1384232370_5-pumpkin.jpg





কুমড়ার বীজ বেশ উপকারী। এতে আছে প্রচুর আয়রন যা দেহের শক্তি উৎপন্ন করতে সক্ষম।এতে ৯ গ্রাম প্রোটিন ও রয়েছে।



৪ ইসবগুলের ভুষি





আপনি যদি আপনার এনার্জি বাড়াতে চান তাহলে এই মিনি সাইজের কাল দানা ইসবগুলের ভুষি খেয়ে দেখতে পারেন।অনেকে এগুলো পানিতে ভিজিয়ে খেতে পছন্দ করেন।ক্যালসিয়ামে ভরা দানাগুলো হজমে সাহায্য করে। ২ চামচ ইসবগুলের ভুষি ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তাতে সামন্য মিছরি মিশিয়ে রাতে খেলে পেট পরিষ্কার হয়। ২ চামচ ইসবগুলের ভুষি ২০০ মিলি গরম দুধে মিশিয়ে দিন। একটুপর ফুলে এটি ঘন হয়ে যাবে। তখন সামান্য চিনি মিশিয়ে রাতে খেলে সকালে অবশ্যই পেট পরিষ্কার হবে।

৫ গমের তুষ





গমের তুষে রয়েছে টনে টনে আঁশ।ইনুলিন নামক একপ্রকার আঁশ হজমে সাহায্য করে।লাল আটার রুটিতে গমের তুষ বেশি থাকে বলে স্বাস্থ্যের জন্যে উপকারী।

৬ শনের বীজ









শনের বীজে ওমেগা-৩ আছে যা ক্যান্সার রোগ প্রতিরোধ করে।হার্টের জন্যে ভাল।বিষণ্ণতা দূর করে ও প্রদাহ কমায়।

৭ তিল



তিল কোলেস্টরাল নিয়ন্ত্রণ করে।এটা আঁশযুক্ত ও প্রটিন সমৃদ্ধ খাবার।সুস্থ হার্টের জন্যে সত্যিই ভাল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: শনের বীজ একটা ভালো বীজ, এর উপর আমার একটা কাজ আছে, ভালো জিনিস। বাংলা আরেক নাম মনে হয় তিসি

২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

নাসরীন রহমান বলেছেন: ইংরেজীতে বলা হয় Flax seeds।

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

মনসুর-উল-হাকিম বলেছেন: সুন্দর লিখেছেন, শুভেচ্ছান্তে ধন্যবাদ।

তবে, আরো দুটি শস্য-বীজ উল্ল্যেখযোগ্য-

১. কালোজিরা - সকল ধরনের অসুখে কার্য্যকরী, বিশেষ করে গা-ব্যাথা, শ্বাসকষ্ট ও হাঁপানী রোগে উপকারী।

২. মেথি - মেথি ভিজিয়ে রেখে সেই পানি ও মেথি পান করলে শরীরের রোগ-জীবাণু দূর হয়, কৃমি মরে, রক্তের চিনির মাত্রা স্বাভাবিক রাখে। এমনকি রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রাও কমিয়ে আনে।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

নাসরীন রহমান বলেছেন: আরও দু’টি শিখলাম।ধন্যবাদ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

আমাবর্ষার চাঁদ বলেছেন: এই সব গুলা বীজ এক লগে কইরা বীজবটিকা বানামু ভাবতাছি 8-| :#) :D

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

নাসরীন রহমান বলেছেন: ভাল পরিকল্পনা।তবে পেট খারাপ হবার আশঙ্কা আছে।ব্যবসার কাজে লাগাতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.