নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সময় চলছে,চলবে !!!!!

আমি তোমাদের একজন।

ব্লগার আদনান রহমান

ভাল-খারাপ মিলেই মানুষ।আমি কারোও কাছে ভালো আবার কারো কাছে খারাপ।--------আদনান রহমান।

ব্লগার আদনান রহমান › বিস্তারিত পোস্টঃ

জাতীর বিবেকের কাছে প্রশ্ন ?

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৪

নগ্ন এই নারী কারো বোন,যারা উলঙ্গ করেছে তাদের ঘরেও মা,বোন আছে !!

কিন্তু,এই অবস্থার জন্য কি শুধু পুরুষরাই দায়ি ? না,এই জন্য নারী ও পুরুষ সমান ভাবে-ই দায়ি।রাস্তায় বের হলেই দেখা যায় কিছু নারী নিজেদের এমন ভাবে উপস্থাপন করে যা দেখে অনেকেই নিজেদের সামলাতে পারে না।

তাই,ছেলেদের দোষারপ করার পুর্বে ঐ সকল নারীদের দোষারপ করুন যারা নিজের দেহকে নিয়ন্ত্রন করতে পারে না।

এমনোত হতে পারে এই নারী বেস্যা,জাতিকে কলংকিত করার জন্য এমন কাজ করছে !!

বিঃদ্রঃ- এমনোত হতে পারে,মতিয়া চৌধুরী,তাসলিমা নাসরিন,প্রভাদের মত করেই জাতিকে ধোকা দিয়ে নিজের স্বার্থ হাসিলের পরিকল্পনার অংশ এটা।-------------আদনান রহমান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪০

ডিজ৪০৩ বলেছেন: ভাই কাউকে ভাল বা খারাপ বলার আগে নিজে একটু ভাবুন আমি কি ?

২| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আপনার যুক্তি অনেকটা এরকম.... ধরলাম আপনার বুক পকেটে উঁকি দিলে বেশ কিছু টাকা দেখা যাচ্ছে, এখন কেউ টাকাটা থাবা দিয়ে নিয়ে নিলে সেটার জন্য সবার আগে আপনাকেই দোষ দিতে হবে। আপনিই দোষি, কারন টাকাটা ঢেকে রাখেননি। আসলে খারাপ কাজের জন্য যুক্তির অভাব হয়না। আপনার মতো লোকেরাই ভিড়ে মেয়েদের গায়ে হাত দেয়ার মতো জঘন্য কাজগুলো করে থাকে। মনে মনে নিজেকে আপনারা বোঝান যে ওরা পর্দা করছেনা, কাজেই ওদের গায়ে হাত দেয়া জায়েজ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.