নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিরাপদ ব্লগার! ভাবতে ভালই লাগছে!

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

ফালতু মিয়া

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী;- পথে পথে আমি ফিরি তার লাগি; দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি, যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,- আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখি, তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। পল্লী কবি জসিম উদ্দিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার প্রোফাইল বৃত্তান্ত শেষ করলাম

ফালতু মিয়া › বিস্তারিত পোস্টঃ

শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে চাই।

২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার জন্য আজ সরকারী ছুটি ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ সম্পর্কে আমি তেমন কিছু জানি না। শুধু লোকের মুখে শুনি এ কথা বলতে "কৃষ্ণের বেলায় লীলা খেলা, দোষ হয় শুধু আমার বেলা" । হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে তেমন কোন তথ্য পাওয়া যায় না। তারা কৃষ্ণকে দেবতা, ভগবান, সাধারণ মানুষ ইত্যাদি মনে করেন। প্রকৃত ইতিহাস কি কেউ কি বলবেন? কারও কাছে যদি রাধা কৃষ্ণের প্রেমলীলা সংক্রান্ত তথ্য, বই উপন্যাসের নাম জানা থাকে তো একটু আওয়াজ দিবেন। আমার খুব জানতে ইচ্ছে করছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

মানুষ বলেছেন: http://en.wikipedia.org/wiki/Krishna

২| ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

কইতরি বলেছেন: http://en.wikipedia.org/wiki/Krishna এখান থেকে পড়েন ।

৩| ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

কিরিটি রায় বলেছেন: শুধু লোকের মুখে শুনি এ কথা বলতে "কৃষ্ণের বেলায় লীলা খেলা, দোষ হয় শুধু আমার বেলা" ।

এ বিষয়ে চলতি ধারনা আর মূল ঘটনা ভিন্ন।

ঘটনা ছিল এরকম (আমি অভিজ্ঞ জনার কাছ থেকে যেমন জেনেছি).

কৃষ্ণ তাঁর ভক্তকে সাথে নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ভক্ত একপর্যায়ে জানতে চায়.. প্রভু আপনার লীলা যদি দেখাতেন.. তবে প্রশান্তি পেতাম।.... কৃষ্ণ নীরব থেকে চলতে থাকেন।
এক পর্যায়ে অর্চনা/যাজ্ঞের সময় হলে কৃষ্ণ ভক্তকে যজ্ঞের আয়োজন করতে বললেন। বক্ত ঝড়া পাতা ও আনুষাঙ্গিক সব জোড়ার করলো। তখন কৃষ্ণ বললেন যাও স্নান সেরে এসো।
ভক্ত বনের মধ্যে সোরবরে স্নান সারতে গেল। ডুব দিল।
উঠেই তার চক্ষু চড়কগাছ। এ কোথায় এলাম। চারধারে গোপীনীরা স্নান রত। তারাও হঠাৎ এমন দৃশ্যে যারপরনাই অবাক। চীৎকার চেচামেচি..... ওটা ছিল এক রাজ স্নানালয়....
রাজার সৈন্যরা তাকে বন্দি করল। বিচার হবে। ঘটনা চক্রে রাজকণ্যার তাকে খুব পছন্দ হয়ে গেল। এবং তার আর্জিতে রাজকন্যার সাথে ধুমধাম করে বিয়ে হল।
সূখে সংসার করতে লাগলো।

সংক্ষেপে বলছি। প্রায় বার বছর বা এক যুগ অতিক্রান্ত হল।
হঠাৎ রাজকন্যার হল অসূখ। এবং রাজকন্যা মারা গেল।

ঐ রাজ্যে নিয়ম ছিল সতীদাহের মতো পতিহাদ। স্বামীকেও স্ত্রীর সংগে চিতায় উঠতে হত। বেচারা ভক্ত। এতদিনে তার আবার ভগবান কৃষ্ণের কথা মনে হল।
কিন্তু রাজার সৈন্যরা তাকে ঘিরে। চিতায় তোলার সব আয়োজন সম্পন্ন। তার শেষ ইচ্ছা কি জানতে চাইল। সে বলল ঐ রাজ স্নানালয়ে শেষ স্নান করা। তাকে ঘাটে আনা হল। সে স্নানের জন্য নেমে ডুব দিল।
আর ভাবতো লাগল যতক্ষন পানিতে ততক্ষনই আয়ু। সুতরাং মাথা ভাসানো যাবে না। কিন্তু কতক্ষন আর পারে,,, কিছুক্ষন পর দম হাসফাস করে হুশ করে ভেসে উঠল....

উঠেই অবাক। আরে এ তো বনের সেই সরোবর!!
দ্রুত উঠে এসে দেখে কৃষ্ণ যেজ্ঞর সব আয়োজন নিয়ে বসে। শুধূ বললেন কি স্নানে এত সময় লাগে???

ভক্ত করজোড়ে কৃষ্ণের পায়ে প্রণাম দিয়ে পড়ল.. প্রভু আমায় ক্ষমা করুন।

------
এ হল লীলা খেলা সংস্ক্রান্ত ঘটনা। কৃষ্ণের জীবনী সংগ্রহ করে জানতে পারেন। ভাল থাকুন।

৪| ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

বেতাল বলেছেন: @কিরিটি, কতদিন ধইর‌্যা মিয়া মহাভারত লেখেন?

৫| ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

কিরিটি রায় বলেছেন: বেতাল বলেছেন: @কিরিটি, কতদিন ধইর‌্যা মিয়া মহাভারত লেখেন?

হাহাহা ... বেতাল ভাই কি সত্যই বে- তাল??

৬| ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

কানা বাবা বলেছেন:
ইমদাদুল হক মিলনের "ও রাধা ও কৃষ্ণ" বইডা পোর্তারেন... ঐখেনে "লীলাখ্যালার" কিচু বিবরণ পাইবেন...
@ফালতু মিঞা

৭| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩১

তপন বাগচী বলেছেন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের '‌শ্রীকৃষ্ণচরিত' পড়তে পারেন।
'কানু ছাড়া গীত নাই'। পৃথিবী এমন আর কোনো একক চরিত্র নেই, যাকে নিয়ে সর্বাধিক গান রচিত হয়েছে। প্রেমমূলক গান হোক আর ভক্তিমূলক গানই হোক, কৃষ্ণ/কানুর উপস্থিতি তা থেকে খুঁজে নেয়া যায়।
কানু, কৃষ্ণ, গোপিনী, রাধা, রাধিকা, যমুনা, নৌকা, বাঁশি, কালা, কানাই প্রসঙ্গ গানে বেশ ফোটে।
কৃষ্ণকে প্রেমিক ভাবুন, কামুক ভাবুন, ননীচোর ভাবুন, কালীয়দমনকর্তা ভাবুন, ভক্তির আধার ভাবুন_ কৃষ্ণ তাঁর ওউজ্জ্বল্য হারায় না।

৮| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৪

রাঙা মীয়া বলেছেন: এইখানে প্রকৃত তথ্য পেতে পারেন

৯| ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

ফালতু মিয়া বলেছেন: কৃষ্ণকে প্রেমিক ভাবুন, কামুক ভাবুন, ননীচোর ভাবুন, কালীয়দমনকর্তা ভাবুন, ভক্তির আধার ভাবুন_ কৃষ্ণ তাঁর ওউজ্জ্বল্য হারায় না@তপন বাগচী।

দাদাগো, আমি তারে ছোট বা খাটো করার জন্য আমার পোষ্টে কিছু বলিনি। আমি শুধু তার সম্পর্কে জানতে চেয়েছি। জয়তু দাদা। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.