![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বছর
হব স্বার্থপর
আর পারিনা,এখন কারো ধার ধারিনা ।
ভাঙছি রোজ,শকুনগুলো তাকিয়ে আছে
চাচ্ছে ভোজ;তবুও আমি হাল ছাড়িনা ।
ছোট্ট বুকে,জীবনটা আজ পেরেক ঠুকে ।
আসতে দাও,ঝড়গুলোকে পাশ কাটিয়ে
বাঁচতে দাও;কে চায় বল মরতে ধুঁকে !
বেশি দিও না,নেব ততটা যেটুক পাওনা ।
ঠকাও পারলে,ওয়াদা রইল চেনাবো পাগল
সাঁকো নাড়লে;স্বপ্ন আমার এতই ফাও না ।
আমার অহর্নিশ/তুমি বরং
জমে যাওয়া অনেক দিনের কথা
কমে যাওয়া গাঢ় কিছু ব্যথা
সব নিয়ে বেঁচে আছি,
ভুলেই যেও আমার নামের ছেলেটাকে
দূরেই যেও পিছে রেখো ফেলে তাকে
কখনো ভেবনা, "ভুল করেছি|"
©somewhere in net ltd.