![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বাংলাদেশ ৩০০ চেজ কইরা জিতব ইন্ডিয়ার এই বোলিং এর এগেইন্সটে!! স্বপ্নে দেখেন !!! "
"বাংলাদেশের এখনো ওই লেভেলের টিম হয় নাই, ওপেনিং এ দুইটা বাল নিয়া ম্যাচ জিতা যায় না। বোলিয়ে এ ধার নাই । বাংলাদেশ বাঘ ঠিক আছে তবে নখদন্তহীন সার্কাসের বাঘ"
"আসলে আম্পায়ার বা আইসিসির দোষ নাই, এই রকম ভুল ডিসিশান তো অহরহ ঘটে। আর বাংলাদেশের যদি জিতার ক্ষমতা থাকত এমনেতেই জিততো । "
"যেই দেশের প্রধানমন্ত্রী নির্দেশ দেয় খেলা হারতে, সে খেলা আবার জিতে কেমনে? "
"চুরি করছে এগুলা নিয়া বেশি ঘাটাঘাটি কইরেন না, বাংলাদেশ ও দুধে ধোয়া তুলসি পাতা না। আশরাফুলের কথা মনে নাই? খোঁজ নিলে দেখা যাইব টাকাপয়সা নিয়া ইচ্ছা কইরাই হারছে।"
"এই সব ভারত বর্জনের ডাক দিয়া লাভ নাই, খেলার সাথে রাজনীতি মিশানো বাঙ্গালিদের রক্তের দোষ"
উপরের কথা গুলো আমার না। খেলা শেষে আমাদের কিছু দেশীয় সুশীল শ্রেণির কুকুর ছানার মন্তব্য। আজকে যদি জিতে যেতাম এরাই আবার সবচেয়ে বেশি লাফালাফি করত, বিজয় মিছিল করার ফাঁকে পাশের মেয়েটার বুকে কনুই চালাতো ।
এদেরকে বাংলায় গালি দিয়ে বাংলা ভাষার অপমান করতে চাই নাই। খালি মনে মনে ভাবছি,”ইসস, সেদিন রাতে যদি তোর বাপ-মা একটু আগে ঘুমাইতো তাইলে দেশে একটা চুতিয়া কম থাকতো”
আজকের খেলার ফলাফল রেকর্ড বইয়ে লেখা হবে, “বাংলাদেশ ১০৯ রানে বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছে”। কিন্তু কিছু বাংলাদেশির মনে মৃত্যুর আগ পর্যন্ত গাঁথা থাকবে ইন্ডিয়া জিতলেও বাংলাদেশ হারে নাই। আসুন আমরা গর্ব করি আমাদের দেশকে নিয়ে, আমাদের ক্রিকেটকে নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে। আসুন সবাই মিলে মাশরাফির চোখটা মুছে দেই, পাগলাটা আজকে রাতে কি করতেছে আল্লাহ মালুম। আর আসুন চুতিয়াগিরি বাদ দিয়ে একজন ভালো বাংলাদেশি হই; তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের কাতারে চলে আসবেন আপনি অটোমেটিক।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৩১
নয়ন কিংবা আসিফ বলেছেন: রাগে কাঁপতে কাঁপতে লিখছি (
ধন্যবাদ আপনাকে
২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১:২৯
মতিউর রহমান মিঠু বলেছেন: এর পরেও কেউ ইন্ডিয়ার সাপোর্ট করে তবে সে জারজ সন্তান।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৬
নয়ন কিংবা আসিফ বলেছেন: ভাই বাংলায় গালি দিয়েন না ওদেরকে । ওদেরকে বাংলায় গালি দিলে বাংলাকে অপমান করা হবে।
৩| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৮
***মহারাজ*** বলেছেন: সহমত ভাই
৪| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৯
ল্যাটিচুড বলেছেন: @মতিউর ভাই - ওদের জারজ সন্তান বললে, জারজরা আপমানিত হয়ে গলায় দড়ি দিবে।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৪
নয়ন কিংবা আসিফ বলেছেন: একদম খাটি কথা বলছেন ভাই
৫| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫০
তিথীডোর বলেছেন: সহমত!
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ রাত ১:২৪
বিলোয় বলেছেন: ভালো লিখছেন