![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে আপনারা যার ফেইচবুক প্রোফাইল দেখছেন তিনি একজন দুর্ধর্ষ চোর। অনেকদিন ধরেই তিনি চোরামির সাথে জড়িত কিন্তু ধরবো ধরবো করে ধরা হয়ে ওঠেনি। আজ ঠিক ধরে ফেলেছি এবং তাকে ন্যাংটো করে তার পশ্চাৎদ্বারে কুকুর মারা ইঞ্জেনশন দেয়ার জন্য এই পোস্ট লিখছি। পোষ্টের লিংক চোরের নিকট আত্মীয়দের কাছে পৌঁছে যাবে যথা শীঘ্রই। চোরেরা সবাই সাবধান হুশিয়ার যতদিন তোরা ব্লগের লেখা চুরি করবি ততদিন আমরা তোদের কাপড় খুলতেই থাকবো।
আজ আমার সামুর এক প্রান প্রিয় ব্লগার ভাই "ভ্রমরের ডানা" কে খুব ভীষণ ভাবে মিস করছি। মূলত তিনি যেভাবে এসব চোরদের জুতিয়েছেন তার বিদ্রোহী প্যাড়োডি দিয়ে তা ভোলার নয়।
বিঃদ্রঃ আজ আমি ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১ মিনিটে সামুতে Click This Link এই লেখাটি দেয়া মাত্রই চোর লেখার সামনের কিছু লাইন পরিবর্তন করে ফেবুতে বিলিয়ে বেরাচ্ছিলেন। এজন্য তিনি বেশ কয়েকটি গ্রুপে ব্যানও খেয়েছেন।
২| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখার লিংক দেন ধুয়ে আসি
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখা চুরি নয়, কপি পেস্ট ও নয়,
তবে আপনার লেখার কিছুটা থিম নিয়ে
সে অন্য একটি গল্পের অবতারণা করেছে
যদিও বেশ কিছু শব্দ ও কয়েকটি লাইন
আপনার লেখার সাথে গেছে মিলে
তাই বলে কি আপনি তাকে মারব্নে তিলে তিলে"
০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: আপনার জন্য আরও দুটি ছবি যোগ করলাম।দেখবেন নিশ্চয়ই। আর অবশ্যই কয়েকটি লাইন মিলে যাওয়াই এই পোস্ট আমি লিখিনি দাদা। ৯৫% ই কপি।
৪| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: এই চোরকে ক্ষমা করে দেয়া হোক।
৫| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
হাতুড়ে লেখক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
লেখার ধরণ দেখে মনে হচ্ছে যে, যিনি কপি-পেষ্ট করেছেন, লেখা সম্পর্কে উনার তেমন ধারণা নেই।
আমারো তাই ধারণা।
৬| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
আমি মুরগি বলেছেন: ধুরু ভাই। কপি পেষ্ট তো না। আপনার সাথে মিল আছে। এরকম তো আমার সাথেও হয়। এর জন্য এত বড় পোষ্ট।
০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধুর ভাই আন্দাজ্জে না জেনে মন্তব্য করতে আসছেন। ৯৫% কপি। আরও দুটো ছবি যোগ করেছি দেখুন মিয়া।
৭| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: এই লেখাচোরকে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আশাকরি এরকম নগ্নভাবে ধরা পরার তার বোধোদয় হবে এবং তিনি প্রকৃত লেখকের কাছে ক্ষমা প্রার্থনা করবেন।
৮| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কাজ করেছেন ভাই চোরের প্রোফাইল শেয়ার করে। চোরের দল দেখবে আর ভাববে চুরি ধরা পরলে এরকম ঝুলাইব!!
কত ভদ্র মানুষ দেখা যায় প্রোফাইলে, অথচ সামান্যতম সৌজন্য-বোধ নেই এই ভদ্র চেহারায় !!
এরা সবকিছু লিখতে পারে, লেখকের নামটি লেখতে লজ্জাবোধ করে!! এরা বিবেকহীন শিক্ষিত!!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
৯| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭
সুমন কর বলেছেন: এরা হচ্ছে পশু, বিবেক নেই।।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: একদম ঢিক বলেছেন।
১০| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এসব চোরকে প্রকাশ্যে জুতা মারা উচিৎ।
১১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: চোরের জ্বালায় টিকায় মুশকিল
১২| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
আরণ্যক রাখাল বলেছেন: প্রব হইল এই চোরকে জেলে দেয়ার উপায় নাই
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
নীলপরি বলেছেন: ভালো করেছেন পোষ্ট দিয়ে । সবাই জানতে পারলাম ।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
এম আর তালুকদার বলেছেন: উফ!!! চোরদের জ্বালা আর পারিনা...
বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাওবাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
লেখার ধরণ দেখে মনে হচ্ছে যে, যিনি কপি-পেষ্ট করেছেন, লেখা সম্পর্কে উনার তেমন ধারণা নেই