![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন ধরেই যখন কপি পেস্ট বন্ধ করার লক্ষ্যে ব্লগের রাইট বাটন অপসারণের যে আন্দোলন খেয়াল করেছি এবং শেষমেষ ব্লগ কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করলে সত্যি আনন্দে তিন লম্ফ দিয়েছিলাম এই ভেবে যে, যাক বাবা, এই বুঝি কপি চোরদের হাত থেকে রেহাই পেলাম। কিন্তু নাহ... দিন শেষে দেখলাম যেই লাউ সেই কদুর মত এর আসলে কোন সুফল নেই!! বরং লেখা চোররা এখন চুরিও করবে এবং চোরের মার বড় গলার মত করে এটাও বলবে যে - " সামুর ব্লগ থেকে তো কপি করা যায়না, তাইলে মুই কপি করলাম ক্যামতে?"
আপনিও হয়তো সেটাই ভাববেন ক্যাম্নে !!! আমি বলছি হ্যাঁ সম্ভব!!! আমি যখন পরীক্ষামূলক দেখার জন্য একটা লেখার কিছু অংশ সিলেক্ট করে কোন কপি পেস্ট ছাড়াই সেটা জাস্ট ড্রাগ করে বা টেনে ধরে নিয়ে Ms word এর উপরে ছাড়লাম এবং হতাশ হয়ে দেখলাম কোন ঝামেলা ছাড়াই লেখাটা কপি পেস্ট হয়ে গেলো!! তারপর যখন পুরো লেখাটা নিয়ে একই কাজ করলাম সেক্ষেত্রেও একই ফলাফল !!
জানিনা আমার মত এমন অভিজ্ঞতা আর কারো হয়েছে কিনা। তবে জ্ঞানীদের কাছে প্রশ্ন- এত কিছু করে লাভ কি হল ভাই ???
ছোট মানুষ, বুঝি কম তাই বকাঝকা না দিয়ে যদি একটু বুঝিয়ে দিতেন কৃতজ্ঞীতো হতাম। ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: জী ভাই, আমারো প্রশ্ন তাহলে এতে আমাদের লাভ হল কি ? চোরের কাজ তো চোর ঠিক মতই করবে ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, ঠিকই বলেছেন, যেই লাউ সেই কদু।
চোরদের কত বুদ্ধি আছে ....
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: সেটাই ভাই।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২২
ওবায়দুল হক বলেছেন: রাইট বাটনের যায়গায় কন্ট্রোল + সি ...... আগে আমাদের মানুষ হতে হবে তাহলে চুরি বন্ধ হবে। আইন করে চুরি বন্ধ করা যায় না।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: আপনার সাথে একমত পোষণ করছি। এবং রাইট বাটনের যায়গায় কন্ট্রোল + সি করে দেখতে পারেন জনাব কাজ হবেনা।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: হুম, সমস্যার সমাধান হয়নি। কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
প্রামানিক বলেছেন: গৃহস্থের এক বুদ্ধি-- ঘরে দরজা দিয়ে থাকা, আর চোরের হাজার বুদ্ধি ঘরের চারিদিক দিয়ে সিঁদ কেটে ঢোকা। কাজেই চোরের সাথে পেরে ওঠা মুশকিল।