![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনি হলেন সেই বিশেষ চোর যেকিনা দীর্ঘদিন ধরে আমার গল্পের পশ্চাৎ মেরে, অর্থাৎ হুবহু লেখা কপি করে আসছেন। তাই আজ তাকে হাতেনাতে ধরতে পেরে খুব আনন্দ বোধ করছি এবং তাহার পশ্চাৎদ্বারে কুকুর মারা ইঞ্জেকশন দিয়ে এই দুরারোগ্য রোগের চিকিৎসা করার একটি খুদ্র চেষ্টা করছি। নিম্নে তাহার সকল স্নাপসর্ট দেয়া হলঃ-
এবার আসাযাক দ্বিতীয় চোর প্রসংগে। ইনি সম্ভবত চুরি করার জন্যই আইডি খুলেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি নিজিকে মহিলা মানুষ হিসাবে দাবি করেন। যেহেতু প্রোফাইলে নিজের ছবি নাই, তাই নাম দেখেই অনুমান করলাম।
ইনার এবাউট ইনফর্মেশনে আবার একটা নাম্বারও দেয়া আছে, যাতে কিনা অনেক চেষ্টা করেও যোগাযোগের সুযোগ হয়নি। ইনি যেখানে লেখাটা দিয়েছেন সেখানকার ছবি এটা---<
এবার আপনাদের কে আরও মজার একটা বিষয় দেখাবো। আমি গতকাল ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২ মিনিটে সামুতে এই গল্পটি পোস্ট করি এবং এর ঠিক ঘণ্টা খানেক পর ফেইসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করি এবং প্রত্যেক পোস্টে গল্পের শেষে সতর্কবাণী উল্লেখ করে দেই। দেখুন---<
এর পরেও কোন হিসাবে বা সাহসে এরা চুরি করে তা আমার বোধগম্য নয়। আমরা যারা লিখি তারা জানি কয় প্যাডেলে গাড়ি চানপুর যায়। একটা গল্প বা আর্টিকেল লিখতে গেলে কি পরিমান মাথা ও কিবোর্ডের উপর প্রেসার পরে তা শুধু লেখক ও কবিরাই জানে। তাই এসব চোরদের হয়ে কেও সুপারিশ করতে আসলে ইঞ্জেকশনের সুই তার দিকেও ঘোরানো হবে। দয়াকরে সবাই সোচ্চার হন এসব কুলাংগারদের বিরুদ্ধে। পরিশেষ আমার কোন কথায় কেও কষ্ট পেয়ে থাকেলও আমার কিছু করার নেই, তবে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ।
-----------------------------------------------------------------------------
চোরে আবার আমারে রিপ্লেও দিছে কিছুক্ষন আগে, আমি হাসমু না কানমু !!!
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: জী ফেইসবুকে সব জাইগায় সামুর এই পোষ্টের লিংক দিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোর ধরতে ধরতে ক্লান্ত। এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। কাল রাতের কবিতাটাও কমপক্ষে তিনজনে কপি করেছে। স্ক্রীনশট নিয়ে রেখে দিয়েছি।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ভাই অনেক গুলো স্ক্রিনশট এক জায়গায় হলে তারপর পোস্ট করবেন। তবুও থামবেন না।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুরি বিদ্যা মহা বিদ্যা
যদি না পরে ধরা।
কিন্তু এই চোরতে ধরা গেয়ে গেলেন!!
এর কি হবে?
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: কি আর হবে। এদের লজ্জা সরম আছে নাকি। মানসিক শান্তির জন্য এসব করা।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
মোস্তফা সোহেল বলেছেন: চুরের ছবিখানা ভাল্লাগছে
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: হাহা। ধন্যবাদ।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭
একটি বালুকণা বলেছেন: llসত্যি বলতে গেলে আপনি যা করেছেন তার জন্যে হাজারটা হাততালি বরাদ্দ রাখা উচিত।সমস্যা হল লেখা কপি করার সিস্টেম আছে,কপি ব্লক করার সিস্টেম নেই।একজন লেখক,তিনি যেমন হউক,কত কষ্টে লিখেন তা লেখকই জানেন শুধু।অনেকজনের লেখা নানাভাবে অন্যের নামে ছড়িয়ে আছে,এখনও সেটা হচ্ছে।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করবোনা আপনাকে। উৎসাহ পেলাম।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রথম ছবি হলিউডের এলিয়েন হিসেবে ভাল মানাবে। দ্বিতীয় জনের লিংগ নিয়ে সন্দেহ আছে।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
নাঈম ফয়সাল নয়ন বলেছেন:
৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
গরল বলেছেন: পেজ বাই পেজ ইমেজ বানিয়ে এভাবে ষ্ট্যাম্পিং করে শুধু ইমেজ পাবলিশ করুন এভাবে, তাতে অন্তত কপি পেষ্ট করতে পারবে না, কষ্ট করে পুরোটা লিখতে হবে।
পেজ বাই পেজ ইমেজ বানিয়ে এভাবে ষ্ট্যাম্পিং করে শুধু ইমেজ পাবলিশ করুন এভাবে, তাতে অন্তত কপি পেষ্ট করতে পারবে না, কষ্ট করে পুরোটা লিখতে হবে।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: পরামর্শ কাজে আসবে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন চোরা আরেকজন চুরনি।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: হাহাহা।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
শামচুল হক বলেছেন: চোর নিয়ে বিপদই না দেখি।
২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: জী।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩
সুমন কর বলেছেন:
২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: রাগ কার উপরে ভাই? চোরের উপড়ে, নাকি পোষ্টের উপড়ে? বুজি নাই
১১| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেয়াদবির একটা সীমা আছে। এরা পরবর্তী জীবনেও মনে হয় চোর, বাটপার, ঘুষখোর হবে...
২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: হাহাহা, আমারও তেমনটি ধারণা।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৬
কালীদাস বলেছেন: রিপ্লাই দেখে হাসতে হাসতে শেষ।
২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: জী আমিও।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইসব চোরদের লজ্জা শরম আত্মসম্মান কিছুই নাই। ব্লগে যেভাবে এদের মুখোশ খুলে দিয়েছেন একইভাবে ফেসবুকেও এদের মুখোশ খুলে দিন।