নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহলে এ জাতির কি হয়েছে? ঝিঁম ধরেছে??
এ জাতি আত্মপরিচয়ের জন্য লড়েছে অগুন্তিবার!!
একটি দীর্ঘ সংগ্রামমূখর বিদ্রোহী পথ পরিক্রমায়
সে লভিয়াছে তা, লাভ হয়নি কোন!! কিন্তু কেন!?
তাই প্রশ্ন ও আফসোস থেকে বারবার কয়
উঠে আসবার সময় কিন্তু এসময় সবসময়!!
এটা দূর্নীতিগ্রস্থ ও অন্যায় নীতির পন্য, যা দীর্ঘ সময়ে
প্রসারিত প্রবাহিত হয়েছে দূষিত শোণিত ধারায়
এই বাংলায়...মিথ্যায়, প্রতারণায়! বিভ্রান্তিকর
এবং বক্তৃতা-বেসাতির মোড়ক উন্মোচনের সময় সবসময়!
তাই আবারো জাগো বাহে কোনঠে সবায়!!
শুভ শুভ্র পূর্ণিমায় কিংবা কৃষ্ণ আমাবস্যায়...
হোক তা বুভুক্ষ জনতার সমুদ্রোত্তাল উন্মাতাল গর্জনে
কিংবা নিরবতায়, সময় অসময় সবসময়!
জেগে উঠবার সময় কিন্তু সবসময়!!
বিদ্রোহী কৈবর্ত্য থেকে হালের নতজানু বাংলায়
আমার পূর্বপুরুষের বলিদানকৃত শোঁণির অছিলায়
আমার বর্তমানের স্বাধীনতা অহম ও আত্নমর্যাদায়
আর অনাগত সন্তানের নিশ্চিত শুভ মঙ্গল কামনায়
জেগে উঠবার সময় এসময় কালবেলায় সবসময়!!
তাই আবারো তোমরা জাগো বাহে কোনঠে সবায়!!!
.
.
.
[আমাদের ফেসবুক সম্ভবত পাশের কোন দেশ থেকে পর্যবেক্ষিত ও নিয়ন্ত্রিত হয়! এদেশের একটি বেঈমান ও দালাল শ্রেণিকে একটি বিশেষ গালি দিয়ে কারো কোন লেখায় কমেন্ট করার অপরাধে এপর্যন্ত ৪ থেকে ৫ বার আমার ফেসবুক একাউন্ট ৩দিন থেকে ৭ দিন পর্যন্ত তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের দোহাই দিয়ে ব্লক করে রাখা হয়েছিল। ব্লককালীন এ সময়টা অনেকটা জেলখানায় বন্দি থাকার মত, দেহে প্রাণ আছে কিন্তু স্বাধীনতা নেই। অথচ আমি দেখেছি, এই বিশেষ গালির চেয়েও বহুগুনে তীব্র অসভ্য অশ্লীল শব্দচয়নে এ জাতীয় সমস্যার উদ্ভব হয় না! তাহলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডে নিষিদ্ধ শব্দ বা শব্দমালা কি কি আমাকে কেউ জানালে খুশি হব!
নিষিদ্ধকালীন তীব্র ক্রোধে দীর্ঘকাল পর আজ এই কবিতা রচনা করলাম, যা ২১ শতকে ২১ চরণেই আবদ্ধ রাখলাম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে কোনভাবেই সেক্রিফাইস নয়!!
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।