নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূর্খ মেরুদণ্ডহীন জাতি বুদ হয়ে আছে ঠুঁনকো খেলায়,
ভাবে না ফিলিস্তিনের পত্পত্ উড়া বিজয় পতাকায়
লেখা আছে তারও সন্মানের ইতিহাস আজ ও আগামীর;
এ ইতিহাস এক উম্মাহ্'র, সম্ভ্রম ও উন্নতশির!
পরম প্রতিবেশি অসভ্য বুনো জন্তুর মত
প্রকাশ্য সমর্থন দেয় আরেক জন্তুকে, ইসরাইল!
কারণ মনে তার প্রচন্ড মুসলিম বিদ্বেষ আর স্বপ্ন অখন্ডভূমির!
তবুও নালায়েক জাতি ভ্রান্ত নিজের সাথে করে নিজেই ব্যাভিচার!
ঈসা মূসার ভূমিই শুধু নয় রহমত পবিত্র আরাধ্য
এ পৃথিবীর প্রতিটি ধূলিকনার মূল্য সমান,
জন্মজঠর যার যেথা সেথা পবিত্র আকড়
ইনসাফ ও লড়াই ভূললে হারাবে সব, অজ্ঞ মানব!
ইনসাফের লড়াইয়ে সামিল প্রতিটি মানুষকে তাই
অভিবাদন!
বুকের ভিতরে সাহসের বাতি জ্বেলে রাখা মানুষকে
অভিবাদন!
ইন্দিফাদার মিছিলে সব হারানো এতিম শিশুটিকে
অভিবাদন!
আফ্রিকার নতুন জেগে উঠা দীর্ঘশোষিত মানুষদের
অভিবাদন!
দুঃখিত, এই অভিবাদন আমি দিলাম না
আমার ভাই গরীব প্রতিবেশি নামাজি বেনামাজি
প্রতি বর্গকিলোর সকল অভিনেতা অভিনেত্রী ও বন্ধুবর,
ঠুনকো খেলারই যোগ্য ঠুনকো ওরা, চেতনার ব্যবসায়ী
আর নিজের সাথে করে নিজেই ব্যভিচার!!
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: অদভূত।