নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমাহীন সমর

নয়ন_রংপুর

নিজের সম্পকে বলা খুব শক্ত

নয়ন_রংপুর › বিস্তারিত পোস্টঃ

স্যাট আপ হাসিনা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৩

গায়ের জোর থাকলেই তা দেখাতে নেই। কারণ প্রকৃতির প্রতিশোধ বরই মধুর। খালেদা জিয়াকে উৎখাত করেছিল প্রশাসন, আর ৩২ উৎখাত করল জনগন।
এই মাথামোটা মহিলার জন্য এত বছরের ঐতিহ্যবাহী দলটা গেল, আপাতত; ভবিষ্যত ভবিষ্যতই, টুবি অর নট টু বি'র মত। মাথামোটা কামালের জন্য ১৫ ই আগষ্ট এতগুলো জীবন গেল, নয়ত আর্মি শুধু শেখকে মারত, নয়ত বন্দি করে নিয়ে যেত ; এরকমই তাদের প্লান ছিল! এদিকে তার মাথামোটা বোনের কি দরকার ছিল ভাষন দেয়ার! তার দূর্গন্ধময় মুখ থেকে এ পর্যণ্ত যা বেড়িয়েছে, তা তার দল ও দলের নেতাকর্মীকেই বিব্রতকর অবস্থায়ই শুধু ফেলেছে, কাজেই শাট আপ হাসিনা।

আমরা আসলে পরিবারতন্ত্রমুক্ত রাজনৈতিক দল চাই, যেখানে নেতৃস্থানীয়রা নেতাকর্মীদের কাছে জবাবদিহিতা ও চাপে থাকবে, দায়িত্ব দিলে তবেই দায়িত্ব নিবে! এদিকে আবার দেখলাম তারেক রহমান তার মেয়ে জাইমাকে ট্রাম্পের ব্রেকফাস্ট পার্টিতে বিএনপির প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে!! বাট হু ইজ জাইমা টু এটেন্ড দিজ পার্টি? অমুকের নাতনি, এটা কখনোই কারো যোগ্যতা হতে পারে না...

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১

রবিন.হুড বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: গায়ের জোরে আওয়ামী লীগ অনেক কিছু করেছিল। এখন বিরোধী পক্ষ করলেই খারাপ লাগবে কেন? দেশ তো ধ্বংস শেখ হাসিনা করে গিয়েছে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা একদম ক্লিয়ার
একমত পোষণ করিলাম
ছোট ভাই নয়ন

আমার ছোট ভাইয়ের নামও নয়ন

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬

শাওন আহমাদ বলেছেন: যথার্থ বলেছেন।
নিজের জ্বালানো ঘৃণার আগুনে, নিজেই পুড়ে শেষ!

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

ওয়াহেদ সৈয়দ বলেছেন: রাজনীতি সব সময়ই দ্বিমুখী—যে যখন ক্ষমতায় থাকে, সে নিজেকে সঠিক মনে করে, আর বিরোধী পক্ষ তখন অন্যায়-অবিচারের কথা বলে। তবে একটা কথা মনে রাখা দরকার: অন্যায় অন্যায়ই থাকে, সেটা যে করুক না কেন।
যদি কেউ মনে করেন যে আগের সরকার ভুল করেছে, তাহলে বর্তমানেও সেই একই ভুল করা কি সমাধান হতে পারে? নাকি সঠিক ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়া উচিত?

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঘৃণায় ঘৃণাই বৃদ্ধি পায়।



ভালোবাসায় বাড়ে ভালোবাসা।



আপনি কোনটা চান?



ঘৃণা চান?



সবাই ভালোবাসার পক্ষে থাকুন।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৪

রাসেল বলেছেন: আমরা প্রায় সকলে শেখ হাসিনা অপরাধী বিবেচনা করছি, সরকারের বাকি সবাই (রাজনৈতিক এবং প্রশাসনিক) কি সাধু?

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩২

ফা-আদ খান বলেছেন: ঐটা জিয়ার কোন সম্পত্তি নয়। সেনাবাহিনীর জায়গা। রাষ্ট্রপতি সাত্তার ১টাকার মূল্যে খালেদার নামে দান করেছিলো সেটা ছিলো অবৈধ ভাবে। সেনাবাহিনীর জায়গা দান হয় না৷ এরশাদ ক্ষমতায় এসে গুলশানে খালেদাকে আরেকটি বাড়ি দান করে যেটা এখনো খালেদার পরিবার ভাড়া দিয়ে রেখেছে। শেখ রেহেনার নামে সরকার একটি বাড়ি দান করেছিলো ধানমন্ডিতে খালেদা প্রধানমন্ত্রী হয়ে সেটা বাতিল করে পুলিশ থানা বানিয়েছিলো। শেখ হাসিনা চাইলে গুলশানের বাড়ি হতেও খালেদাকে উচ্ছেদ করতে পারতো। আইনের মাধ্যমে প্রমান হয় সেনাবাহিনীর জায়গায় খালেদার বাড়ি অবৈধ। বর্তমান যা হলো সেটা ইতিহাস মুছে ফেলার চক্রান্ত। ইতিহাসই এর বদলা নিবে৷ আজ বা কাল

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৯

জলংরয়ং বলেছেন: https://google.com
--- HTML ---
google
--- BBCODE ---
[URL=https://google.com/]google[/URL]
[url=https://google.com/]google[/url]
--- RARE ---
[link=https://google.com/]google[/link]
[link name=google]https://google.com/[/link]
((https://google.com/))
((https://google.com/ google))
[https://google.com/ google]
[[https://google.com/ google]]
[L=google]https://google.com/[/L]
"google":https://google.com/
[google](https://google.com/)

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: অমানুষদের সহজেই চিনতে পারছি।
কাউকে ক্ষমা করা হবে না। দেরী হোক, শাস্তি পেতেই হবে।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০

এ পথের পথিক বলেছেন: ভাল লিখেছেন, ধন্যবাদ ।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন প্রধান কাজ হলো শেখ পরিবারকে রাজনীতি ও দেশ থেকে বিতাড়িত করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.