নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

কেমন বন্ধু হব : নয়ন বিন বাহার

২৪ শে মে, ২০১৫ দুপুর ১:৪৬

আমি কেমনে জানিব
তোমার বন্ধু হতে হলে
আমাকে কেমন হতে হবে।

আমি কেমনে জানিব
তোমার সকল সুখের
সাগরাভিমুখে ধাবিত
দুঃখের প্রবাহিনীর মুখে
বাঁধ দিতে হয়।

আমি কেমনে জানিব
শরত পূর্নিমার পূর্ন জোছনায়
আলো আঁধারির মেঘের ভেলায়
লুকোচুরি খেলায়
তুমি নিজকে হারাও।

আমি কেমনে জানিব
বসন্তের নির্জন দুপুরে
রিনি ঝিনি নুপুরের ছন্দে
কোকিলের কুহুডাক, ভ্রমরের গুঞ্জন
হলদি পাখির জলদি পলায়ন
তোমাকে ভাবুক বানায়।

আমি কেমনে জানিব
বিদায়ী মাঘের আগের নম্রতায়
দখিন বাতাসে চাঁপাফুলের কাঁপা পাতায়
শীতের শেষ শিশির শবনম
তোমার চোখে কি স্বপন জাগায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ দুপুর ২:৫৮

বাংলার দামাল সন্তান বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৯

নয়ন বিন বাহার বলেছেন: দামাল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমার এ ক্ষুদ্র প্রয়াস আপনার চোখে পড়ল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.