নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

দৈবানী

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

(কেন যে আমার ডায়েরীতে এই নামটি উঠে এল আমি তা জানি না। স্বগতোক্তির মতো তাকে কিছু কথা বলে নিজেকে নির্ভার করার চেষ্টা মাত্র)

দৈবানী
নিজকে তিল তিল করে কেন গড়ে তুলছি তাকি তুই জানিস? শুধু অর্থ উপার্জন করার জন্য? তারপর একদিন সব শেষ। দেখা হবে না শরতের কাশফুল; হংস বলাকা; পড়ন্ত বিকেলের সোনালী রোদ্দুর। গাঢ় নীলাকাশে টুকরো টুকরো মেঘের ভেলা। দেখা হবে না বসন্তের পাগল করা রুপ। জানতে পারব না কখন আসে আর কখন বা যায় চলে। অনেক দিন কোকিলের ডাক শুনি না। কখন কোকিল ডাকে যেন তা ভুলে গেছি। চার দেয়ালে বন্দি থেকে শুধু কাজ করেই যাচ্ছি। মাস শেষে কিছু দক্ষিনার জন্য। সে দক্ষিনা দিয়ে ঘর ভাড়া, চাল-ডাল কেনা ইত্যাদি। নিজের জন্য কি আছে?
যদি প্রকৃতির কাছেই যেতে না পারলাম তাহলে বেঁচে থাকার অর্থ কি???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.