নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

জীবনের আড়ালে জীবন

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

দেখি যে জীবন

এই কি জীবন?
নাকি আছে আরও ইতিহাস
নাকি জীবনের অভিনয়?
জীবনের আড়ালে জীবন
জীবনের ভিতরে জীবন।।

সে জীবন

বেওয়ারীশ
বেখবর
বিরহকাতর
উপছে পড়া গোপন
বেহদীস
অতিবাস্তব
সরল হিসাব
কঠিন চলার গতি
ধুঁকে ধুঁকে।।

আর টুকু অভিনয়-

এটুকুই মাপকাঠি?
সম্পন্ন বিচারের।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

সাইফুর রহমান খান বলেছেন: ভালো লিখেছেনন

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ!
খান ভাই।

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

রাসেল উদ্দীন বলেছেন: আবহাওয়ার বিবর্তনের মত জীবনেরও বিবর্তন ঘটে! বিচিত্রময়!

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

নয়ন বিন বাহার বলেছেন: বৈচিত্রের অবগাহনে জীবন হয়ে উঠে বাঙময়।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


স্বাভাবিক মানব জীবন সংঘাত, কষ্ট, আনন্দ,বিয়োগের সমষ্টি

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

নয়ন বিন বাহার বলেছেন: একদিন সব ঠিক হয়ে যাবে, এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

নয়ন বিন বাহার বলেছেন: ভাল লাগায় ভাল লাগা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.