নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
রোজকার দিনের মত আজও বিক্রি করে এলাম
সকালের স্নিগ্ধতা
সেই শৈশবে বিক্রি করেছি আমার ছিল
যত মুগ্ধতা।
শৈশব বিক্রি করেছি আমি শৈশবে
যুবক হয়েছি আমি যৌবন বেচব বলে।
রোজকার দিনের মত আজও বিক্রি করে এলাম
আমার সততা,
অত:পর বিজ্ঞাপিত করেছি সততার সাথে, আমি
সততা বিক্রি করি।
তাই আজ সততা চড়া মূল্যে বিকোয়!
রোজকার দিনের মত আজও বিক্রি করে এলাম
আমার মনুষ্যত্ব,
মনুষ্যত্ব বেচে দিয়ে ভেবেছি, মানুষ হয়েছি!
বেশ ভাল দামে বেচে দিয়েছি আমার অতীত।
অতীত বিক্রি করেছি ভবিষ্যত সুরক্ষার জন্য।
ক্রেতা বলেছে, বর্তমানটাও বেচে দিন-
একটু পরেই তো বর্তমান বলে কিছু থাকছে না।
ভাবলাম,তাইতো! বর্তমান বলেতো কিছু নেই,
সবই অতীত আর ভবিষ্যতের ভ্রম!
সবছেয়ে বেশি দাম দেবে বলেছে,
যদি ভবিষ্যত বিক্রি করি।
তাই ভবিষ্যত বেচে দিলাম।
বোকা ক্রেতা জানে না,
রাত পোহালেই ভবিষ্যত হয়ে যাবে অতীতের কারাগার!
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
নয়ন বিন বাহার বলেছেন: মানুষ মানুষকে পণ্য করে।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
নয়ন বিন বাহার বলেছেন: সকল ভাললাগায় নিরন্তর ভালবাসা।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: সৃষ্টির সেরা জীব ''মানুষ'' বিক্রি হয় অতি সস্তায়।