নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী এবং মানুষ

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

এই পৃথিবীর জন্য কেউই গুরুত্বপূর্ণ নয়।

না মানুষ, না প্রাণি, না উদ্ভিদ, কোন সৃষ্টিই একক গুরুত্বপূর্ণ নয়।
এগুলো শুধুই এক বৃহৎ বাস্তুসংস্থানের ক্ষুদ্রতম অংশ মাত্র।

যখন সভ্যতা ছিল না, তখনো জীবন ছিল।
যখন বিদ্যুৎ ছিল না, তখনো জীবন ছিল।
যখন চাকা ছিল না, তখনো জীবন ছিল।
যখন বিজ্ঞানী ছিল না, তখনো জীবন ছিল।
যখন কবি ছিল না, তখনো জীবন ছিল।

এরা কেউ না থাকলেও জীবন চলতে থাকবে।

কী এমন ক্ষতি হত যদি বিদ্যুৎ, বিজ্ঞান, চাকা, কবিতা আবিষ্কার না হত?

পৃথিবীর কী এমন ক্ষতি হবে উষ্ণতা বেড়ে গেলে?
কী এমন ক্ষতি হয়েছিল তার হিরোসিমা, নাগাসাকির কারনে?
টেসলার বিদ্যুৎ প্রকল্প ধ্বংসের পরে পৃথিবী কেঁদেছিল?

জীবন শুধু মৃত্যুর জন্য গুরুত্বপূর্ণ!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

নয়ন বিন বাহার বলেছেন: সুন্দর জয়যুক্ত হোক....ভালবাসা।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগা গ্রহণ করুন।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা নিরন্তর....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.