নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা মৃত্যুর

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

জন্ম এত সহজ। মৃত্যু কত কঠিন।

এই যে বেঁচে আছি, কেন জানেন? মৃত্যুর জন্য।

হাজার বছর বাঁচব না, এটা জানি। তবুও জীবনের কত আয়োজন।
হরেক রঙের ঢং। আরও ভাল, আরেকটু ভাল থাকা, আরেকটু ভাল পাওয়া।

তিল তিল করে, শত সাধনায় সিদ্ধ হয়ে
দীর্ঘ, প্রলম্বিত অথচ সময়ের সহস্র ভাগের তিলমাত্র মুহুর্তের উত্তেজনা-
সবই মৃত্যুর জন্য।

মানুষ যতবার হারে আর যতবার জেতে
আশাহত সকাল আর বেলাশেষে যত স্বপ্ন দেখে
শ্রাবনের পুবাকাশে রংধনুর মেলায় নাচে মনের আনাচ-কানাচ
সবই মৃত্যুর প্রতীক্ষা।
সবই মৃত্যুর জন্য।

আদতে জীবনের জন্য এত আয়োজন, এত অপেক্ষার কোন মানে হয়?

শুধু মৃত্যুর জন্য প্রতিদিন নিজেকে টপকাতে হয়,
শুধু মৃত্যুর জন্য প্রতিদিন নিজেকে
বাঁচিয়ে রাখতে হয়,

মৃত্যু আসবে বলে মৃত্যুর কাছে যেতে নেই।
তার জন্য নিজেকে একটু তৈরী রাখা।

এটুকুইতো কাজ!
অথচ আমরা বিস্মৃত হয়ে যাই।
মৃত্যুই আমাদের পরমাত্মীয়!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই মৃত্যু নিয়া দুইদিন ধইরা লিখতাছি ভাই
বড় কষ্ট
আমাদে এক কলিগ শুক্রবারে স্বপরিবারে বেড়ানো শেষে ফিরছিলো । কলিগ ভাই নিজে ড্রাইভ করছিলেন। একটা লরি এসে নিয়ে গেলো দুই মেয়ে সহ বাবাকে। ছেলে আর মা হাসপাতালে আছেন। অবস্থা ভালো না শুনেছি। এমন মৃত্যু বড় কষ্ট দেয়

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

নয়ন বিন বাহার বলেছেন: আল্লাহ তুমি রহম কর।
এর মত কষ্ট আর কী হতে পারে। যাস্ট অসহ্য!
এগুলো শুনলে খুবই অসহায় লাগে...

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জন্ম মৃত্যূর কোন আওয়াজ নেই
চিহ্ন নেই শুধু উত্তরসুরি দুর্বাঘাস
তবুও মৃত্যুর স্বাদ বুঝলাম না
ঘুমের ঘোর স্বপ্ন শু স্বপ্ন ---------

চমৎকার কবি দা

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: সত্য বলছেন, মৃত্যুর কোন আওয়াজ নেই। হুট করেই ফরমান দিয়ে দিবে। তার জন্য চাই প্রস্তুতি.....

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
:(

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

নয়ন বিন বাহার বলেছেন: :||

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: মৃত্যু আমাদের বন্ধু নয়। শত্রু।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

নয়ন বিন বাহার বলেছেন: পরমাত্মীয়ও শত্রু হতে পারে।
এই শত্রুতা জেনেও আমরা তাকে এড়াতে পারি না।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

কনফুসিয়াস বলেছেন: মৃত্যু সমাপ্তি ঘটাবে সকল আয়োজনের। কার জন্য এত আয়োজন? আজরাইল তো টাকা-পয়সা, ধন-দৌলত নেয় না।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

নয়ন বিন বাহার বলেছেন: মানুষের পরীক্ষা এখানেই।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

নয়ন বিন বাহার বলেছেন: সকল সুন্দরের জন্য ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.