নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
আসন্ন ২০২০ একুশে বই মেলায় প্রকাশ হতে যাচ্ছে নৃ মাসুদ রানা’র গল্পগ্রন্থ ‘হুমায়ূন হিমু’।
লেখকের সাথে কথা হল তাঁর বই নিয়ে। বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি যা বললেন...
‘যেহেতু আমি হুমায়ূন আহমেদ স্যারের চরম ভক্ত। সেহেতু তাঁর রচিত, জনপ্রিয় চরিত্র ‘হিমু’ নামটি নিয়েই গল্প লিখতে শুরু করা।
তারপর…। অবশেষে হুমায়ূন আহমেদ স্মরণে “হুমায়ূন হিমু” গল্পগ্রন্থ আমার স্বনামে।
বইয়ের গল্পঃ
প্রত্যেকটি মানুষের মনের চিলেকোঠায় লুকানো কিছু জানা অজানা গল্প থাকে। সে গল্পে নায়ক থাকে নায়িকা থাকে। থাকে কিছু হৃদয় পোড়া আর্তনাদ কিংবা হৃদয় নিংড়ানো ভালোবাসার গপ্পো।
আবার প্রত্যেকটি মানুষের মন পাড়ায় চলনবিলে কিছু চরিত্র থাকে। যাকে ভেবে ভেবে মিষ্টি মিষ্টি হেসে দিনরাত পার করা যায়। আবার ভেবে ভেবে ক্লান্ত পথিকের বেশে চোখ বেয়ে বেয়ে অশ্রু ভ্রমর ভিজিয়ে দিয়ে যায়। তবুও মানুষ গল্প আর চরিত্রের দীর্ঘশ্বাসে দীর্ঘকাল রাজপুত্রের মতো বাঁচতে চায়। আমিও তার ব্যতিক্রম নই। আমি নিজেও ‘হিমু’ নামের সাথে যুক্ত হয়ে বাঁচতে চাই।’
হুমায়ূন হিমু
ধরনঃ গল্পগ্রন্থ
লেখকঃ নৃ মাসুদ রানা
প্রচ্ছদঃ নবী হোসেন
প্রকাশনীঃ এক রঙ্গা এক ঘুড়ি
স্টল নং – ৫৮৭
একুশে বইমেলা ২০২০।
আশাকরি বইটি পাঠকদের ভাল লাগবে।
২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯
নয়ন বিন বাহার বলেছেন: লেখকের জন্য দোয়া করবেন ভাই।
২| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামের গুনে গ্রন্থটির কাটতি হবে জম্পেশ।
গ্রন্থটির বহুল প্রচার প্রত্যাশা করছি।
প্রচ্ছদ ভালো লেগেছে।
২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০
নয়ন বিন বাহার বলেছেন: জি নূরু ভাই।
হুমায়ূন, হিমু ইত্যাদি নামগুলোই একেকটা বিভ্রম তৈরী করে রাখে।
আপনার জন্য ভালবাসা।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
নৃ মসুদ রানা কি ব্লগার? ব্লগর হলে উনার নিক কি?
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫২
নয়ন বিন বাহার বলেছেন: Click This Link
৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'নাম নিয়ে' কপিরাইট আইনের লঙ্ঘন হতে পারে যদি কপিরাইট করা থাকে। হিমু, মাসুদ রানা...
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫২
নয়ন বিন বাহার বলেছেন: বিষয়টা বিবেচনার দাবী রাখে।
৫| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই বইটি সংগ্রহ করবো।
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫২
নয়ন বিন বাহার বলেছেন: আশা করি ভাল লাগবে।
৬| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪
নীল আকাশ বলেছেন: উনার ব্লগার নিক এবং বইয়ের নাম দুইটাই
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪
নয়ন বিন বাহার বলেছেন: উনার ব্লগার নিক এবং বইয়ের নাম দুইটাই...ভিন্ন
৭| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আহ। অসাধারণ।
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ।
৮| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: লেখকের জন্য শুভেচ্ছা রইলো। ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য।
তবে ওনার ব্লগ নিকটি জানতে ইচ্ছে করছে।
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫
নয়ন বিন বাহার বলেছেন: আপনাকে স্বাগতম। ওনার ব্লগ নিক Click This Link
৯| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৮
নৃ মাসুদ রানা বলেছেন: আমি নিজেই সেই ক্ষুদ্র লেখক। প্রচ্ছদটি ভালো লেগেছে বলে অনেক খুশি হলাম। আশাকরি গল্পগুলোও ভালো লাগবে।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০
নয়ন বিন বাহার বলেছেন: আপনার জন্য শুভকামনা
১০| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১১
ব্লগী তানীম বলেছেন: হুমায়ূন আহমেদ অমর থাকুক ।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০২
নয়ন বিন বাহার বলেছেন: অমর থাকুক।
১১| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: খুবই বাজে একটা কাজ হইছে। যার ক্যারেক্টর, সে বাদে অন্য কেউ নাড়াচাড়া করলে ভালো লাগে না।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
নয়ন বিন বাহার বলেছেন: এটাও একটা দৃষ্টিভঙ্গি।
১২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৫
নুরহোসেন নুর বলেছেন: নৃ মাসুদ রানার জন্য শুভ কামনা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
নয়ন বিন বাহার বলেছেন: শুভকামনা
১৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আশা করি ভাল লাগবে।
আমি হুমায়ূন আহমেদের পাগল ভক্ত। অবশ্যই ভালো লাগবে।
২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৯
নয়ন বিন বাহার বলেছেন: আপনাকে কিছুটা হিমু হিমু লাগে।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩
নেওয়াজ আলি বলেছেন: দারুণ