নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

অনুভব

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬


ছবি: অন্তর্জাল

তোমাকে দেখে আমার একবারও কামনা জাগেনি।
মনে হয়নি তোমার কমন্ডলু ঠোঁঠে এঁকে দিই হরতনের রক্তিম মানচিত্র।

তোমাকে ছুঁতে ইচ্ছে করেনি,
তোমাকে দেখে মনে হয়নি ভাঙ্গি নিরবতা, কাছে যাই,
পাপড়ির পরশে আসুক হৃদয়ের সতেজতা, ভাবিনি,
মনে হয়নি আমার পৌরুষের উদ্দাম উত্তাপ তোমাকে ফোঁটায় ফোঁটায় দিই।

আমার কখনো মনেই হয়নি তোমার উজ্জ্বল চোখের পাপড়ির পাহারায় নৃত্য করি।

তোমার বাঁশির মত নাকের উপত্যকায় যে শিশির শবনম পুরুষের আদর্শচ্যূতি ঘটায়;
আমার পৌরুষ একবারও ভাবে না তার আদর্শ জলাঞ্জলির কথা।
কখনোই আমার বোধের বাড়িতে আবাদ হয়নি তোমাকে চাষাবাদ
কী জানি কী ঘটেছিল মনের অনুভবে, জাননি, করনি সাধুবাদ!

তোমাকে দেখে মনে হয়েছে কেবল ভালবাসি ভালবাসি;
তোমাকে দেখে মনে হয়েছে আমি ভালবাসা শিখে গেছি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



ভালোবাসতে কেহ শিখে না, ভালোবাসা আসে অনুভবে

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

নয়ন বিন বাহার বলেছেন: জী, অনুভব।
কে একজন বলেছিল, জ্ঞানের চেয়ে অনুভব দামী।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নয়ন বিন বাহার বলেছেন: মাঝে মাঝে অনুভূতিগুলো বড্ড অচেনা লাগে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫২

এম ডি মুসা বলেছেন: তোমাকে নিয়ে সুন্দর বললেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০১

নয়ন বিন বাহার বলেছেন: একটু অন্যভাবে ভাবতে চাইছিলাম।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভালো। ভালোবাসাবাসির মধ্যে থাকুন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

নয়ন বিন বাহার বলেছেন: ভালোবাসি ভালোবাসি

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন:

আমার পৌরুষ একবারও ভাবেনা তার আদর্শ জ্বালানির কথা। এখানে একবারও বোধহয় টাইপো হয়ে আছে।
আর
কেবল ভালোবাসি ভালোবাসি দিলে কেমন হয় একবার দেখতে পারেন।

ছবিটি বাস্তবে কোন নারীর । সেক্ষেত্রে এমন ছবি দেওয়াতে একটু প্রশ্ন রয়ে গেল।

যাইহোক কবিতা ভালো হয়েছে। পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

নয়ন বিন বাহার বলেছেন: পদাতিক ভাই,
ভালবাসা নিবেন। আপনার প্রতিটি পরামর্শ দারুন! আমি ধারণ করলাম।
আপনাকে আবারও ভালবাসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.