নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

প্রজন্মের পিতা

১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫১




হে প্রজন্মের পিতা,
তুমি কি দিয়ে গেছ তা উপলব্ধি না করেই দেশ প্রেমের ভান করি।
তোমার বুকে অগনিত বুলেট বিদ্ধ করেই তোমার সাথে মান করি।

হে প্রজন্মের পিতা,
ক্ষমা কর আমার যত মূর্খতা,

হে প্রজন্মের পিতা,
শকুনেরা আজও পাহারা দেয় আমার মানচিত্র,
তোমার মত কেউ বলে না,'আর যদি একটা লাশ পড়ে...'

আজ আর কেউ বলে না,'বাংলার মানুষ মুক্তি চায়'
-মুক্তি চায়।
বাতাসে ভাসে না শাশ্বত স্লোগান ‘জয় বাংলা’
-জয় বাংলা।

হে প্রজন্মের পিতা,
তোমার তাড়ানো হায়েনারা আবার নিয়েছে নতুন ড্রেসাপ,
পিতার খুনে রঞ্জিত দু'হাতে কেবলি অভিশাপ, অভিশাপ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: হায়েনা বধ হোক নতুন প্রজন্মের অঙ্গিকার ।

১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২২

নয়ন বিন বাহার বলেছেন: আসুক তবে শুভ দিন।

২| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হে বঙ্গনেতা, তুমি ফিরে এসো আবার
জীবনানন্দের শালিক কিংবা বাংলার দোয়েল মুনিয়ার বেশে
শিশ দিয়ে জাগিয়ে দাও ঘুমন্ত বাংলাকে-

১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৮

নয়ন বিন বাহার বলেছেন: সে দিন আর আসিবে না....

৩| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: জস্ট গ্রেট।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৪

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা ভাই।

৪| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪০

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৪

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা।

৫| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

নৃ মাসুদ রানা বলেছেন: great

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৪

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.