নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

মানুষ ও পরজীবী

০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৭

তোমরা নিজেদেরকে মানুষ ভাব
অথচ তোমাদের পরজীবীরা তোমাদেরকে মানুষ ভাবে না!

তোমাদের গায়ে গতরে পরগাছার মত তারা থাকে।

তোমাদের হৃদপিন্ডে শেকড় বিদ্ধ করে তুলে আনে রস,
তোমাদের মগজ ফেলে দিয়ে মাথার খুলিতে সে রস জমা করে,
তোমাদের বিধ্বস্ত অশ্রু দিয়ে সে রসকে সুস্বাদু বানায়।

তারপর তোমাদেরকে সে রসের অমৃত দেয়ার লোভ দেখিয়ে মানবিকতার ক... খ... শেখায়।
বলে,' তোমাদেরকে মানুষ হতে হবে'।

তখন অমৃতের লোভে নিজেকে তোমরা মানুষ ভাব!

তোমরা নিজেদেরকে মানুষ ভাবলেই তাদের লাভ।

তারা আরও রসের অমৃত বানাবে, আর তোমাকে শেখাবে মানবিকতার ক... খ...

বংশ পরম্পরায় তোমরা এই অমৃতের গল্প শোনাবে,
সেই অমৃতের লোভে তারা দলে দলে মানুষ হওয়ার প্রতিযোগিতায় নিজেদের হৃদপিন্ড আর মগজকে বলি দিবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: মানুষ মানুষের জন্য। জয় হবেই মানবতার l

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮

নয়ন বিন বাহার বলেছেন: জয় মানবতার জয়।

২| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ভালো।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.