নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

তবু ফিরে আসে

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৪

মাড়োয়ারি রাতেরা, যখন দলবেঁধে আসে
আমার কার্নিসে দাঁড়ায়,
রাত পাহারায় থাকে নিঃসঙ্গ পেঁচা
কখনো আকাশে বিজলী চমকায়,
তখন, তোমাকে দেখতে পাই, বিজলী চমকে,
কার্নিসে, পেঁচার ডানায়।

'তোমার বাহু থেকে চলে গেলাম, চিরতরে-
পাবে না আর, ফিরব না এই নীড়ে-
কোথাও না, কখনো না, বিদায়।'

ভাবের আড়াল থেকে বুজে নিলে, ভাবনায়
কী ছিল, তবু বললে,'বলবে?'

মনে ও মগজে, শিরায় শিরায়,
এই সব পথে গাজীর খেয়ায়,
আমনের ক্ষেতে, হিজলের ছায়ায়,
রাতের কার্নিসে, অঝর ধারায়
তুমি ছিলে।

বাহুডোর ছেড়ে, অতি দূরে গেলে,
এই সব চেতনায়
রয়ে যাবে; খুঁজে পাব, আকন্ঠ নিরালায়।


১৪ এপ্রিল, ২০২০
মাইজদী, নোয়াখালি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।
কবিতায় ভালো লাগা।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৭

নয়ন বিন বাহার বলেছেন: শুভেচ্ছা। ভালবাসা নিরন্তর।

২| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: কবিতায় চিরচেনা একটি কিছু রূপ সুন্দর করে দেখতে পেলাম।
+++++

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৭

নয়ন বিন বাহার বলেছেন: বিজন দা। ভালবাসা।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন ভাই।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৭

নয়ন বিন বাহার বলেছেন: সহজ সুন্দর ভালবাসা।

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:২৮

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.