নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর ডাক

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১২

বিরহী কোকিল ডাকতে ডাকতে বসন্ত পার করে ফেলেছে, তবু সঙ্গীর দেখা পায়নি।
এখন ঘোর বর্ষা, তাও ডেকে যাচ্ছে। কি বিশ্বাস নিয়ে সে ডাকে?

হাজার হাজার বৃষ্টির ফোঁটা, গাছের হাজার হাজার পাতাকে ঢোল বানিয়ে ঢাকের কাঠি হয়ে অপূর্ব রাগে মাতাচ্ছে এই সন্ধার চারপাশ।
কোকিলের বিরহী ডাক সে রাগে জোগাচ্ছে এক অপরিচিত সুর।

এই দ্বৈরথ, এই বৈপরীত্ব, এই প্রগলভতা- বলছে-
পৃথিবী আমাকে ডাকছে।
তার নি:সঙ্গ বুকে।

পরম মমতায় বেড়ে উঠা তার বুকের তৃণ আমার চুলায় তুলে দিয়ে দেখেছে আমার সুখের ঢেঁকুর।
তার প্রতিটি শিরার ধারা ঢেলেছে আমার গলায়, আমি আকন্ঠ পান করে তৃষ্ণা নিবারণ করেছি।

আমার যত ক্লান্তি, আমার যত বেদনা,
আমার যত অত্যাচার, আমার যত হিংস্রতা,
সব দুর্বলতা তার বুকে কবর দিয়ে আমাকে দিয়েছে প্রচ্ছন্নতা।

তবুও
সে মমতার বুকে আমি চুরি চালিয়েছি, ফাটিয়েছি নিউট্রন বোমা।
তার শিরায় বিষ দিয়েছি, বুকে আগুন দিয়ে শিষ দিয়েছি। দেখতে চেয়েছি, শ্যাষ কোথায়?

আমি আজ চলেছি শ্যাষ যাত্রায়!
এই পৃথিবী কোকিল হয়ে ডাকে বিরহী ডাক।
তার বিরহী কান্না ঢাকের ঢোল হয়ে বাজায় বিচ্ছেদ সুর।

এই সুর বড়ই অপরিচিত লাগে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩

নেওয়াজ আলি বলেছেন: নন্দিত ভাবে উপস্থাপন ।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৮

নয়ন বিন বাহার বলেছেন: নেওয়াজ ভাই, ভালবাসা।

২| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো।

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০১

নয়ন বিন বাহার বলেছেন: ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.