নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
ইদানিং আমার বাবাকে বিক্রি না করলে তিনবেলা আহার জোটাতে কষ্ট হয় আমার।
তাই বাবাকে বিক্রি করি প্রতিদিন, বার বার।
আমি বুঝে গেছি বাবা এক লাভজনক ব্যবসা।
এর আগে বহুবার বাবাকে বিক্রি করেছি।
বাবা এমন এক জিনিস, যা বহু বিক্রয়ে বাঁধা নেই।
একই ক্রেতার কাছে একাধিকবার বিক্রি করা যায়।
যুগ যুগ ধরে বাবার চিন্তা, লেবাস, স্বপ্ন বিক্রি করি লক্ষ লক্ষ বার।
বাবার প্রতিটি কথাকে স্বর্ণ ফলকে খোদাই করে প্রতিদিন ভিক্ষা করি ঘুষখোরের মত।
তোমরা ভেবেছ আমি বজ্জাতি করি?
হা হা হা, দেখো,
কাল বেচে দেব বাবার ভবিষ্যৎ!
বাবাকে বিক্রি করি, বিকৃত করি, ভিক্ষার মত ব্যবসা করি, নির্লজ্জের মত রাজনীতি করি,
-শুধু বাবাকে ধারণ করি না।
২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১
নয়ন বিন বাহার বলেছেন: সকল বাবা ভাল থাকুক।
২| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৬
শেরজা তপন বলেছেন: আপনিও বাবা হলে আপনার সন্তান হয়তো আপনাকেও এভাবে বিক্রি করবে
তবে বাবারা নিজেই নিজেকে বিক্রি করে সন্তানের জন্য
২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩২
নয়ন বিন বাহার বলেছেন: হু!
৩| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪১
নেওয়াজ আলি বলেছেন: বিনম্র শ্রদ্ধা
২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩২
নয়ন বিন বাহার বলেছেন: শ্রদ্ধা!
৪| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: আবার নেক বাবাও সন্তানকে বিক্রি করেন।
২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৩
নয়ন বিন বাহার বলেছেন: করেন..। খুবই দু:খজনক!
৫| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৯
কলাবাগান১ বলেছেন: প্রতিটি রাজাকার বান্ধব ব্লগার এর বাবা নাকি মুক্তিযোদ্ধা ...তারা ও বাবাকে বিক্রি করছে
বংগবন্ধুর জন্ম না হলে এখনও পাকিদের বুটের তলায় থাকতেন তবে আপনারা তাই চান বলে মনে হয় তাই তো বংগবন্ধুর নাম শুনলেই গা জ্বালা পোড়া আরম্ভ হয়
২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৯
নয়ন বিন বাহার বলেছেন: আপনার মন্তব্যের প্রথম অংশের সাথে পুরোপুরি একমত। সাথে যোগ করব দলমত নির্বিশেষে সবাই এতে সামিল হচ্ছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই