নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ সামর্থ্য

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৭

বেলা নামার পরে মহাজন মজুরি দিল। পাঁচশ টেকা মজুরি।

সারাদিনের খাটুনি শ্যাষে যখন মজুরিটা হাতে পাই তখন এক নিদারুন শান্তি লাগে। যেন পুরা দুনিয়া হাতের মধ্যে আইসা পড়ে। মনে অয় পুরা দুনিয়া কিন্না পালাইতে পারমু। আমারে ঠেকায় কেডা!

মনের আনন্দে বাজারে ঘুরতে লাগলাম। মেলা জিনিসপাতি দ্যাখতে লাগলাম।

মা'র ওষুধ কিনতে অইব। পান কিনন লাগব। কতদিন আগে জোলেখা হাজি বিরিয়ানি খাইতে চাইছে। মাইয়াটা শুনে জোলেখারে জিগায়,'মা, হাজি বিরিয়ানি কি?'

মাইয়াটা রোজ পেছন থিকা ডাইকা কইব,'বাবা, আঁর লাই লালফিতা অলা জুতা আইনবা। আইনবা কইছি!'

এমুনভাবে কয়, মন চায় সারা দুনিয়ার বেবাক জুতা অরে কিন্না দিই।

হে আল্লাহ! বাবাও বানাইলা তুমি, গরীবও বানাইলা তুমি।

ঘুরতে ঘুরতে মাছ বাজারের সামনে আইসা পড়লাম।

কত রকমের মাছ। নদীর মাছ, চাষের মাছ। ছোট মাছ, বড় মাছ।

মাছ দেখলেই মাথা আউলা হই যায়। জিব দিয়া পানি পড়ে পড়ে অবস্থা। মাইনষের জিবে পানি আইয়ে টক দেখলে, আমার আইয়ে মাছ দেখলে। আজব!

নদীর কোরাল উঠছে বাজারে।

মা'র বড্ড পছন্দের মাছ এই কোরাল। চিকন চিকন লতি দিয়া রানলে অমৃত স্বাদ। মা সেদিন রানুকে এই তরকারির গল্প শুনাইছে। এখন রানু প্রতিদিন তার দাদিরে কয় চিকন লতি তুইল্লা আনতে। আমারে কয়,'বাবা, আইজ আইতে কোরাল মাছ আইনবা, দাদি লতি দি রাইনব।'

এর আগেও অনেকবার বাজারে কোরাল মাছ উঠছে। সাহসে কুলায় নাই দাম জিগাইতে। মাইনষে কিনছে, দেখছি, ম্যালা দাম!

লুঙ্গির কাছায় ভাঁজ করে রাখা পাঁচশ টাকার নোটটার উপস্থিতি টের পাইলাম।

দাদা, কোরাল মাছ কত করে?

বুকে সাহস নিয়া দাম জিগাইলাম। গলাটা একটু কাঁপল বোধহয়।

মাছওয়ালা আমার দিকে ঠান্ডা চোখে চাইল। বলল,'একদর পাঁচশ! মূল নাই, নিলে নিবি না নিলে নাই। দিমু?'

মাছওয়ালার কথা শুনে মাথা ঘুরানি দিল। -পাঁচশ!

তড়িৎ গতিতে ট্যাকে গোঁজা টাকার নোটটার উপর হাত রাখলাম। বুকের মধ্যে যেন ইয়া বড় হাতুড়ি বাড়ি মারতে লাগল।

চোখের সামনে মা আর রানুর মুখটা ভাইসা উঠল।

সবচেয়ে ছোট মাছটার দিকে তাকাইলাম। এইটার ওজন কত হইতে পারে? এক কেজির বেশি হইব না ত? বেশি হইলে কিনতে পারমু না।

খানিক্ষণ নানা ভাবনা চিন্তা কইরা, বুকে সাহস নিয়া, যা থাকে কপালে, এই ভাইবা, কইলাম-

দাদা, এই মাছটা মাপ দেন। সবচেয়ে ছোট মাছটা দেখাইয়া তারে কইলাম।

মাছওয়ালা ডিজিটাল নিক্তিতে তুলে মাপ দিল। আর আমার বুক ধড়পড় করতে লাগল।

এক কেজি একশ গেরাম। দাম আইছে পাঁচশ পঞ্চাশ টেকা। দে টেকা দে।

আমার সারা দুনিয়া ঘুরতে লাগল। পায়ের নিচের শক্ত মাটি আস্তে আস্তে সরে যেতে লাগল। আমি যেন ক্রমশ তলিয়ে যাইতে লাগলাম।

এই মাছ কিনতে হইলে আরও পঞ্চাশ টেকা বেশি লাগব।
নাহ! আজও রানুর মুখে হাসি ফুটল না।

কিরে কথা কস না ক্যান!

মাছওয়ালার ধমকে তার দিকে তাকাইলাম। একটু ডর লাইগা উঠল।

কইলাম,'দাদা, কিছু মনে কইরেন না, মাছটা নিতে পারমু না।'

'ঐ বেটা, ফকিন্নি! মাছ নিবি না তয় মাপলি ক্যান, দরদাম ভাংলি ক্যান! তোরে দেইখাই আমার বুঝার দরকার ছিল তুই ফকিন্নি। খাড়া, মাছ নিবি না মানে? তুই নিবি না তোর বাপ নিব!'

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

রাশিয়া বলেছেন: মাছ ওয়ালারে একটা নগদ থাপ্পড় মারার লোভ কিছুতেই সামলাতে পারছিনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

নয়ন বিন বাহার বলেছেন: কোন লাভ নাই। এরা এরকমই।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চাওয়া-পাওয়ার এই গল্প সত্যি ভাললাগলো।

কত মানুষ জীবনে সামান্য কিছুই পূরণ করতে পারে না । আহা! কস্ট হয় তাদের জন্য।

++++

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

নয়ন বিন বাহার বলেছেন: মানুষ খুব তুচ্ছ কারণে আনন্দিত হয় বা দু:খ পায়।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

রামিসা রোজা বলেছেন:
খুবই নিম্নআয়ের মানুষের জীবনের কঠিন চিত্র। আসলে,
সাধ আছে সাধ্য নেই এদের কথা ভাবলে খুব কষ্ট হয়।

কষ্টের গল্পেও ++

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৬

নয়ন বিন বাহার বলেছেন: এদের সংখ্যা অনেক... অনেক...

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

নীল আকাশ বলেছেন: নির্মম বাস্তবতার চিত্র। এভাবেই এদের জীবন কেটে যায়।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৬

নয়ন বিন বাহার বলেছেন: বংশপরম্পরায়...

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: বাস্তব গল্প লিখেছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৭

নয়ন বিন বাহার বলেছেন: রাজীব ভাই,
অতি বাস্তব!

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

নাসরিন ইসলাম বলেছেন: বাস্তবচিত্র ফুটে উঠেছে। শুভকামনা রইল।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

নয়ন বিন বাহার বলেছেন: শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.