নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
ম্যালাদিন আগে, উথাল পাথাল চান্নি রাইতে,
পলাপলি খ্যালতে খ্যালতে, সে আমার হাত ধরতে চায়,
হাত ধইরা, চোখ বুইজা সে আমারে কয়-
আমি হাত ছাইড়া, চোখ খুইলা, গরুর খোয়াড়ে পলাই।
সে আমারে খুঁজতে খুঁজতে ম্যালা দিকে যায়।
আমি তারে দেখি, আমার বুক ধড়পড়ায়, মাঝে মাঝে,
খুঁজতে খুঁজতে আমার কাছে আইসা পড়ে,
কাছে আইসা কানের কাছে ঘণ নিঃশ্বাস লয়।
ঝিঁঝিঁ পোকা লাইট মাইরা আমারে দেখায়,
আমারে দেইখা সে আবারও জিগায়-
আমি আবার পলাইতে চাই,
সে আমারে দেইখা ফ্যালে, ঝিঁঝিঁ পোকা তারে পথ দেখায়।
আমার মনের গহীন কোনে, ম্যালা কথা উঁকিঝুকি খায়,
আমি শুধু তাদের থিকা পলাইতে চাই-
যে দিকে যাই তারে দেখি, তার সামনে পইড়া যাই,
সে আমারে আগলে ধইরা, করুন চোখে চায়,
সে নাকি ভবিষ্যত থিকা আইছে, এরম আরো বহুত কতা কয়।
২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫২
নীল আকাশ বলেছেন: আপনি কি স্বপ্ন নিয়ে লিখেছেন?
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: আবেগ। আবেগ বড্ড বেশি হয়ে গেছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুল থিম ধরতে পারি নাই,বিশেষ করে,”সে নাকি ভবিষ্যত থিকা আইছে,”তবে ভাল লেগেছে।