নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

মানুষ চেনার বয়স

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫২

যেখানে আমার জন্ম, যেখানে আমার বেড়ে ওঠা,
সেখানে ছিল এক বিরাট পাকুড় গাছ।

পাকুড় গাছ ছাড়াও ছিল কিছু সাধু, সন্নাসী (অন্তত তারা
নিজেদেরকে তাই মনে করত)
দুয়েকটা জন্তু জানোয়ারও ছিল। আমি তাদেরকে চিনতাম।
আমি তখন চেনার বয়সে পড়েছি।

এইসব দেখতে দেখতে, চিনতে চিনতে রোজ পানি আনতে যেতাম।
গত বর্ষা থেকে বাবা হাঁটতে পারেন না। মা’র মুখ মনে নেই।
আমি ভাল হাঁটতে পারি। দৌড়ানির প্রস্তুতিও নিচ্ছি ধীরে ধীরে।

আমি জানতাম একদিন আমাকে দৌড়াতে হবে।
খুব করে দৌড়াতে হবে। আমি যে শুধু দৌড়ানি খাওয়ার
প্রস্তুতি নিচ্ছি, তা নয়, দৌড়ানি দেওয়ারও প্রস্তুতি নিচ্ছিলাম!

তারা যখন আমাকে দেখে, আমি তাদের দিকে না তাকিয়েও-
বুঝতে পারি, তারা কি দেখে। বুঝতে পেরে আমার পুলক হয় না।
অথচ তখন আমার পুলকিত হওয়ার বয়স।

একদিন বাবা বলেছিল,‘মাঠে যে গরুটা দেখছ, ওটা স্রেফ একটা পশু,
কিন্তু কিছু মানুষ দেখবা শুধু মানুষ নয়; পশু!’

বাবার সাথে আমার মতের বহুত অমিল ছিল-
‘শোন মা, তুমি একজন মেয়ে, এটা সবসময় মাথায় রাখবা।’
বলেছিলাম,‘মেয়ে কেন বাবা? মানুষ নয় কেন?
তুমি কেন বলনি, আমি একজন মানুষ।’

বাবা জবাব দিতে পারেনি।
হয়ত সব প্রশ্নের জবাব বাবাদের কাছে থাকে না!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৯

এম ডি মুসা বলেছেন: সবাই মানুষ হতে পারে না অমানুষ কে সবাই ভয় পায় মানুষকে কেউ ভয় পায় না মানুষের কাছে সকল মানুষ নিরাপদ

১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩

নয়ন বিন বাহার বলেছেন: সেই নিরাপদ মানুষের সংখ্যা দিন দিন কমছে।

২| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৬

নয়ন বিন বাহার বলেছেন: আবেগময় বাস্তবতা!

৩| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৬

নীল আকাশ বলেছেন: এই দেশে কোণ মেয়ের জন্ম গ্রহণ করাটাই পাপ!

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৬

নয়ন বিন বাহার বলেছেন: তবে...
আমরা পাপ লালন করি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.