নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
১।
এ শহরের চেয়ে মায়ের দুঃখগুলো দামী!
আমার কাছে বরং শহর কেনা সহজ,
ভাবছি, মায়ের দুঃখ কিনতে কত টাকা লাগতে পারে?
এ শহরে, এক পোয়া রসুন কেনার দায়ে নতুন বউ সংসার ত্যাগ করে চলে যায়,
মায়েরা তেল ছাড়া শাক রান্না শিখে নেয়,
দুই টাকা বাঁচানোর জন্য বাবারা মাইলকে মাইল হেঁটে যায়,
আমার কাছে বরং শহর কেনা সহজ,
ভাবছি, বাবার জন্য নরম চামড়ার জুতা কিনতে কত টাকা লাগতে পারে?
২।
আমারও নিজের একটা ভাষা আছে,
তোমার ভাষা জানি না বলে তুমি আমাকে মূর্খ ভাবতে পার না!
তোমার অনুভূতির সক্রিয় বহিঃপ্রকাশ আছে বলেই ভাবতে পার না, আমি অনুভূতিহীন রোবট!
শুধু তোমার কষ্টগুলোই পৃথিবীর একমাত্র জ্বলন্ত আগ্নেয়গিরী নয়, আমার কষ্টগুলোও প্রসব করে উত্তপ্ত তরল লাভা!
তোমার জমিতে ফুলের বাগান সাজিয়ে ভেব না, ফুলের সৌরভ তোমার একার, আমার মনের সতেজ ভূমিতে চাষ হয় আগামীর উজ্জ্বল স্বপ্ন!
৩।
আবেগ: আমি ভুল করতে করতে যদি ভুলের পাহাড় বানিয়ে ফেলি, তবুও তুমি আমাকে ভালবাসবে?
বিবেক: আমি খোদা নই!
৪।
মহাবিশ্বের মত দ্রুত সম্প্রসারিত হচ্ছে আমাদের সম্পর্ক।
একই গ্রহে, একই গৃহে ছিলাম দুজনে। ক্রমে হয়ে গেলাম দুটি গ্রহ। মহাকর্ষীয় টান থাকলেও ক্রমে সম্প্রসারিত হচ্ছে আমাদের মধ্যকার দূরত্ব। গ্রহ থেকে একদিন গ্যালাক্সীতে বদল হল আমাদের। আলোকবর্ষের পথ এখন।
আমরা কেউ কাউকে বুঝিনা আর। অপেক্ষা ব্ল্যাকহোলের!
৫।
কবর |
পালাতে চেয়েছি আমি। অথচ, আমাকে রেখে বাকীরা পালিয়ে গেছে!
৬।
বাহন |
বাসে চড়ি না, সত্যিকার অর্থে সময়ে চড়ি,
খোদ সময় বাহন হয়ে আমাকে দিগন্তে পৌঁছায়!
৭।
অমৃত |
অমৃত গলা দিয়ে নামলে আর অমৃত থাকে না।
৮।
উত্তরাধিকার।
অসুখ বানিয়ে যে সম্পদ জমা হয়, তার উত্তরাধিকার হয়, অসুখের হয় না,
মানুষ তার অসুখগুলো নিয়ে মরে যায়।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫
জুল ভার্ন বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৮
গেঁয়ো ভূত বলেছেন: Excellent written.