নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

ভারসাম্য

১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৬

১।
আমার এ জীবনে কভু তোমারে পারিনি বুঝিতে,
বাতাসের মত তোমার মন, শুধু দিক বদলায়,
চশমার খালি ফ্রেম তবু সান্তনা দিতে পারে,
অন্ধকারে, চোখ নয়, মন জ্বলে নতুন আমায়!

২।
ভাঙ্গা জাহাজ আর ভাঙ্গা মানুষ পৃথিবীর তলদেশে
হাতড়াতে থাকে পুরনো জীবন, ফিরে যেতে চায় ঘাটে,
নতুন পাতায় মুকুল আসেনা, পুরনো পাতা লাগে,
হারমিগুলো দেখে আর হাসে, কভু যেন পড়বেনা বাটে!

পৃথিবীর সব হারামিগুলো যেখানে ডিম পাড়ে,
খালি দিয়াশলাই বক্স কাজে দেবে, একটু বারুদ পেলে,
সেখানে গিয়ে পাল তুলে দাও, ভাঙ্গা মাস্তুলে,
দ্রোহের আগুন জ্বালিয়ে দাও, পুরনো স্বপন ভুলে।

ঈগলের ছানা শ্লোগান দিয়েছে,‘পুঁটিদের জীবন বাঁচাও,
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, যেখানে কানি বগিরে পাও,
পুঁটির সাথে শৈল ছানাও গায়, নাচে মহানন্দে,
হারামিরা বসে ভাবে, জালে পড় ছন্দে!

৩।
আমি ভাবি বিদ্রোহ! তুমি ভাব প্রেম!
তোমারে পারিনা বুঝিতে, দুজন আলাদা ফ্রেম।
তুমি ভাব রক্ত গোলাপ, তোমার জন্মদিনে,
আমি ভাবি রাঙাব হাত, হারামিদের খুনে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৪

কবীর হুমায়ূন বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা ভাই।

২| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.