নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
জীবনের মিনিং বা অর্থ কী?
জীবনের উদ্দেশ্য কী?
এই বহুল চর্চিত প্রশ্নগুলো প্রতিটি মানুষকেই ভাবায়।
প্রত্যেকেই এর উত্তর খোঁজে।
এই উত্তরগুলো কেমন?
আপনার নিজের কাছে এই প্রশ্নগুলোর উত্তর আছে?
আছে। তবে বড্ড গোলমেলে, বড্ড গোঁজামিলে ভরা!
এই গোলমেলে বা গোঁজামিলের যথেষ্ঠ কারণ আছে। এই বহুবিদ কারণগুলোর মধ্যে অন্যতম হলো ‘সামগ্রিক জীবনকে’ একটা মাত্র শব্দে বা একটা মাত্র বাক্যে প্রকাশ করার চেষ্টা করা।
পৃথিবীর সময়ের গতিতে মানব জীবন নেহায়েত ছোট নয়। এই বিশাল মানব জীবনকে শুধুমাত্র একটা শব্দে বা একটা বাক্যে প্রকাশ করতে চাওয়াটা নিতান্ত বোকাী ছাড়া আর কিছু নয়!
প্রকৃতপক্ষে প্রতিটি ক্ষণ, প্রতিটা দিনেই জীবনের নতুন নতুন মিনিং তৈরী হয়; নতুন নতুন উদ্দেশ্য গঠিত হয়। অর্থাৎ একটা মাত্র মিনিং বা একটা মাত্র উদ্দেশ্য নিয়ে মানব জীবন অতিবাহিত করা অসম্ভব!
যেকোনো মিনিং বা উদ্দেশ্যের একটা লিমিটেশন থাকে।
ধরুন, আপনি গ্রামে থাকেন। ঢাকায় যাচ্ছেন। একজন প্রশ্ন করলো কী উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছেন? বললেন, চাকরীর উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে বা যে কোনো একটা কাজের কথা বললেন। এর পরে প্রশ্ন এলো, কবে ফিরবেন? বললেন, চার দিন পর ফিরবো।
তার মানে এখানে একটা উদ্দেশ্য ছিলো, আর সে উদ্দেশ্য পূরণ হওয়ার পরে আপনি ফিরে আসবেন। অর্থাৎ উদ্দেশ্য শেষ!
তেমনি মিনিংও একটা সুনির্দিষ্ট সংজ্ঞার পরে থেমে যায়।
ধরুন, পেন মানে কী? বললেন, কলম। এখানেই শেষ। পরে একটা প্রশ্ন করলেন, কলম দিয়ে কী হয়? তখন এই প্রশ্ন দ্বারা আর মিনিং বোঝায় না।
তার মানে মিনিং বা উদ্দেশ্যকে খুব সহজেই সংজ্ঞায়িত করা যায়।
কিন্তু যখন এই প্রশ্নগুলো মানব জীবন নিয়ে করা হয় তখন আর সংজ্ঞায়িত করা যায় না।
ধরুন, একজন মানুষ তার উদ্দেশ্য হলো অনেক টাকার মালীক হওয়া। কত টাকা? ধরুন, পাঁচ হাজার কোটি টাকা। এই লোক যদি পাঁচ হাজার কোটি টাকার মালীক হয় তবে আপনার কী ধারণা? উনি এরপরে টাকা ইনকাম করা ছেড়ে দিবে? ব্যবসা বানিজ্য বন্ধ করে দিবে? কেনো দিবে না? উনার উদ্দেশ্যতো পূরণ হয়েছে, নয় কী? পাঁচ হাজার কোটি টাকার মালীক হতে চেয়েছে, হয়েছে, আর কী?
বাস্তবতা হলো উনি কিছুই ছাড়বেন না। এ জগতে এমন কেউ কখনো করেনি।
তাহলে এখানে ঐ লোকের উদ্দেশ্য আসলে কী ছিলো?
প্রাথমিক পর্যায়ে ঐ লোকের উদ্দেশ্য ছিলো পাঁচ হাজার কোটি টাকা আয় করা। তবে মাঝপথে বা শেষ দিকে এসে উনার উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে। নতুন উদ্দেশ্য তৈরী হয়েছে।
তেমনি, জ্ঞান অর্জন উদ্দেশ্য?
জ্ঞান অর্জন করে শেষ করতে পারবেন? এটা একটা চলমান প্রক্রিয়া।
মানব সেবা উদ্দেশ্য?
কয়জন মানুষের সেবা করবেন? কী ধরনের সেবা করবেন? মানব সেবা করতে হলে অর্থ লাগবে, স্বাস্থ্য লাগবে, এগুলোতো অর্জন করতে হবে। আবার নতুন উদ্দেশ্য...
অর্থাৎ প্রতিনিয়তই মানব জীবনের নতুন নতুন উদ্দেশ্য তৈরী হয় নতুন নতুন মিনিং তৈরী হয়।
আসলে মানব জীবনের আল্টিমেট মিনিং নেই বা আল্টিমেট উদ্দেশ্য নেই।
রাস্তায় হেঁটে যাচ্ছেন, দেখলেন খুব সুন্দর একটা প্রজাপতি রঙবেরঙের পাখা মেলে কী সুন্দর ফুলে ফুলে উড়ে যাচ্ছে। আপনি প্রজাপতির উড়ে যাওয়া দেখলেন। মুগ্ধ হলেন। আপনার দেহে, মনে এক অন্যরকম পুলক বা প্রশান্তি অনুভব হলো। এই আপাত ক্ষণস্থায়ী একটা সুখ যদি আপনি অনুভব করেন তবে এটাই হয়তো জীবনের মিনিং!
মুগ্ধ হওয়ার ক্ষমতা আপনার আছে, আপনি মুগ্ধ হলেন। সুন্দর প্রজাপতিটাকে ধরে আপনি প্রজাপতির সৌন্দর্য নষ্ট করে দিতে পারতেন, কিন্তু আপনি তা করলেন না। এই যে ক্ষমতার প্রয়োগ করলেন না, এটাই হয়তো জীবনের মিনিং!
২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৬
নয়ন বিন বাহার বলেছেন: হা, এইটা নেয়া যায়। তবে আল্টিমেটলি আমরা এই বেঁচে থাকাকে প্রলম্বিত করতে পারি না!
২| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৬
কামাল১৮ বলেছেন: আমি ডিম থেকে দশটি প্রজাপতি অবমূক্ত করেছি।বাক্যটি ঠিক হলো কিনা বুঝতে পারছি না।
২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৯
নয়ন বিন বাহার বলেছেন: প্রজাপতি ডিম থেকে হয়? হা হা হা
যাই হোক, ভালো হিউমার দিলেন।
৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৯
কামাল১৮ বলেছেন: আমার উদ্দেশ্য যদি বলেন তবে ভিন্ন কথা।
৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৪
কামাল১৮ বলেছেন: প্রজাপতি বিশেষ এক ধরনের ছোট গাছের পাতায় ডিম দেয়।ছোট ছোট সাদা ডিম।প্রজাপতির জীবন চক্র লিখে সার্স দেন পেয়ে যাবেন।
৫| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪
নতুন বলেছেন: আসলে মানব জীবনের আল্টিমেট মিনিং নেই বা আল্টিমেট উদ্দেশ্য নেই।
মানুষ নিজের ইচ্ছায় জন্ম নেয় নাই। এই পৃথিবিতে থাকার সিদ্ধান্ত নেয় নাই।
সবাই কেবল জীবন জাপনের চেস্টা করে যায় মাত্র...
৬| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭
জুন বলেছেন: হায় খোদা আমি যা লিখতে চাইলাম তা বিজন রয় প্রথমেই লিখে ফেলেছে
৭| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: বাহ জ্ঞানী হয়ে গেছেন আপনি!!
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪১
কামাল১৮ বলেছেন: বেঁচে থাকা।