নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

কালো অক্ষরের প্রেম

২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৬

কালো অক্ষরের সাথে বিচ্ছেদ ঘটিয়ে
পীরের মুরীদ হয়েছি।
'চক্ষু মুদে চুক্ষুষ্মান হয়েছ' এই মর্মে পীর এক ডিক্রি জারি করেছেন।

এখন শান্তি আর শান্তি!
পীর বলেন, সুর করে বলেন, আমরা
দু'কানে শুনি। তাতে ঠিক মতো মনযোগ
না দিলেও পবিত্রতা নষ্ট হয় না।

তবে মাঝে মাঝে ঠিক! ঠিক! বলে
জানান দিতে হয়; ঘুমিয়ে যাইনি।

এখন বুঝতে পারি,
ছোটো বেলায় পড়তে, লিখতে, বলতে শেখালেও শুনতে শেখায়নি,
পীর বাবার দরবারে সেই শোক ঘুচেছে।!

পীরের শিক্ষালয় থেকে অংশগ্রহণের ভিত্তিতে সনদ দিবে বলেছে। তবে,
কেউ যদি পীরের খাদেম হতে চায়, তাকে
অবশ্যই মেধার ভিত্তিতে খাদেম হতে হবে।
সেখানে কোটা প্রথা চলবে না বলে শিক্ষানবিশরা পরিপত্র জারি করেছে।

নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি এসেছে, 'পীরের সিলেবাসে একমত না হলে
তার ভর্তি বাতিল হবে'

কিছুদিন পর-
ভর্তি বাতিল হওয়া বালকদের স্বজনেরা
হাতে প্লেকার্ড নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে
একজন আরেকজনেরটা পড়ছে 'সন্ধান চাই', 'আয় বাবা ফিরে আয়'...

এদিকে মিডিয়াপাড়ায় গুঞ্জন রটেছে...
'নিখোঁজ সকলেরই কালো অক্ষরের সাথে প্রণয় ছিলো!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: প্রেম না হলে কিছু হয় না রে নয়ন দা
ভাল থাকবেন---------

২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৯

নয়ন বিন বাহার বলেছেন: প্রেম-ই শাশ্বত, বাকী সব নশ্বর!

২| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন ভাই
আমার লেখাগুলো পড়ার আমন্ত্রণ রইলো ভাই ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.