নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করি নতুন কিছু শেখার, ভালো কিছু করার, আর নিজে যা জানি তা অন্যকে উদারভাবে শেখানোর যদি কেউ শিখতে চায়।

নয়া পাঠক

আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!

নয়া পাঠক › বিস্তারিত পোস্টঃ

ভাবছি আজকের পর থেকে আর ব্লগে আসবো না, বইমেলা শেষ না হওয়া পর্যন্ত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

আমি পাঠক, পড়তে ভালোবাসি। পড়াই আমার জীবন অথবা পড়ার নেশাই আমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু বর্তমানে এমন একটা পর্যায়ে আমি অবস্থান করছি যে পর্যাপ্ত পরিমাণে নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে কিন্তু আমার পক্ষে তা সংগ্রহ করা বা পড়া একদমই হয়ে উঠছে না। ফলে মনে এক দারুণ হতাশা তৈরি হচ্ছে। যা সামাল দেওয়া নিজের জন্য কষ্টকরই হয়ে উঠছে।

প্রতিদিন বইমেলায় নতুন নতুন কত্ত বই আসছে, তার মধ্যে অনেকে আবার এই ব্লগের নিয়মিত সু-লেখক। অনেক দাবির পরে অবশেষে সহব্লগারদের প্রকাশিত বইয়ের একটি তালিকা সম্বলিত পোষ্ট স্টিকি করা হয়েছে এবং সেখানে সকল ব্লগারগনের লিখিত বইগুলির তালিকাও প্রকাশিত হয়ে চলছে। আমি শুধু সেগুলো দেখি আর মনে মনে আফসোস করি, ইশ্ আমি কেন এই সব বইগুলো কিনতে পারছি না, কেন আমার অলস সময়গুলোতে এই বইগুলো পড়তে পারছি না....।

যদিও কোনভাবে কাওসার ভাইয়ের একটি বই সংগ্রহ করতে পেরেছি, সেটা এ পর্যন্ত বেশ কয়েকবার পড়েও শেষ করে ফেলেছি, কিন্তু আরও যারা রয়েছেন তাদের লেখাগুলো সংগ্রহ ও পড়তে না পারার যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে।

সো.... ডিসিশনটা নিয়েই ফেলি... কি বলেন.... বইমেলা শেষ না হওয়া অবধি আর সামু ব্লগে ঢুকব না.... বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত বইগুলোর ছবিও আর দেখবো না, আফসোস ও আর করবো না.....।

পরিশেষে সকল লেখক ও সহব্লগারদের আন্তরকি শুভেচ্ছা ও অভিনন্দন এবং তাদের প্রকাশিত বইগুলোর বহুল প্রচার কামনা করে শেষ করছি।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: সম্পুর্ন শিরোনামটা দেখার পর ভালো লাগোল, প্রথমেতো ভেবেছিলাম আপনি আর ব্লগে আসবেন ই না!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। ব্লগে না এলে কি আপনি খুশি হন, তাহলে আর আসব না।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

তারেক ফাহিম বলেছেন: ডিসিশনটা নিয়েই ফেলি

ফেলে দিলেন যেহেতু কাল থেকে আবার আসবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১

নয়া পাঠক বলেছেন: 8-| দারুণ তো! এভাবে তো ভেবে দেখিনি, তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলার বদলে সিদ্ধান্ত নিয়েই নিতাম। ধন্যবাদ ফাহিম ভাই, এই ব্লগ ছেড়ে কি চেষ্টা করলেও দুরে থাকা যায় বলেন।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

ম্যাড ফর সামু বলেছেন: ফাহিম ভাইয়ের সাথে সহমত। নিশ্চয় সিন্ধান্তটা নিয়ে ফেলেই দিয়েছেন, সো নিশ্চয় কাল থেকে আমরা আবার আপনার দেখা পাচ্ছি, কি বলেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

নয়া পাঠক বলেছেন: হুম পাগলা মানুষ তো আরেকজনের সাপোর্ট দিবে না, তাহলে কি আপনি আসলে পাগল নন নিশ্চয়। দেখা কিভাবে পাবেন, সামু তো ভিডিও চ্যাট এর ব্যবস্থা করছে না। ধন্যবাদ মন্তব্যে আমন্ত্রণে।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: বসন্তের শুভেচ্ছা জানাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

নয়া পাঠক বলেছেন: বসন্তের শুভেচ্ছা ভাই। তো আপনি বসন্তের এই দিনে কেমন ছবি তুললেন আমাদের দেখাবেন না?

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ##ভাবছি আজকের পর থেকে আর ব্লগে আসবো না, বইমেলা শেষ না হওয়া পর্যন্ত
ব্লগে নাকি আসবানা, তা এখানে কী করো মিতা???



এখন থেকে,
ঘরের দরজা জানালা বন্ধ করে বই খতম দেয়া শুরু করো..;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

নয়া পাঠক বলেছেন: মিতা এখানে না আইলে তোমাগোরে জানাইতাম কেমতে? বই খতম তো একবার না কয়েকবার দেওয়া হয়ে গেছে। আর তাছাড়া পুরোনো যে গুলা ছিল সেগুলা ধরছি এখন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে, ওকে!

মিতা, একটা করে বই শেষ করো আর সেটার রিভিউ পোস্ট দাও। দেখি, কেমন পাঠক তুমি/আপনি...;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

নয়া পাঠক বলেছেন: ও আমার ছোট ভাই ছোট ভাই। তুমি/আপনি মোটেই ভাল পাঠক নই বলেই তো নামটা নয়া পাঠক। যে মাত্র পাঠ করতে শিখছে/শিখেছে। আর রিভিউ.............. সেটা দুর অস্ত।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

শায়মা বলেছেন: ভাইয়া ঠিকানা দাও তোমার জন্য ব্লগারদের লেখা বইগুলি পাঠিয়ে দেই। উপহার হিসাবে। তবুও এই দুঃখ নিয়ে যেও না!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

নয়া পাঠক বলেছেন: কবে কেঁদেছি ঠিক মনে নেই আপু! কিন্তু তোমার আন্তরিকতা আমার চোখে জল এনে দিল। ভালোই হলো অনেকদিন চোখটা ময়লা হয়ে ছিল, আজ তোমার আন্তরিকতার ছোঁয়ায় তা পরিষ্কার হয়ে গেলো।

ধন্যবাদ আপু! এই কথা কি ভুলতে পারা যায়! যেমন ভুলতে পারা যায় না বই না কিনতে পারার কষ্টগুলো! কিন্তু কি আর করা! ভালো থাকবেন আপুনি। আন্তরিকভাবে আপনার বলা কথাগুলো সত্যিই আমাকে...........।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

শায়মা বলেছেন: হায়রে!!!

তুমি তো মনে হয় একজন রিয়েল পিচকা!

এই কথায় আবার কাঁদতে হয়!!!!

তোমার জবাব পড়ে তো আমিও পিচকা হয়ে গেলাম! :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

নয়া পাঠক বলেছেন: আপু, এমন আন্তরিকভাবে আমার নিজের বোনেরাও মনে হয় কোনদিন আমার সঙ্গে কথা বলেনি। জানেন আমি ছয়টা বোনের ১টাই ভাই! তাই পিচকা হয়ে গিয়েছিলাম হয়তো! যাহোক আপনাকের পিচকানুভুতিতে নিয়ে যাওয়ার জন্য আমাকে আমি ক্ষমা করবো না...। দুঃখিত আপু, আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



ব্লগে না আসলে আরও অনেক কিছু মিস করবেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

নয়া পাঠক বলেছেন: ভাই না এসে থাকতে তো পারছি না, সত্যিই না এলে আরও কত কিছু যে মিস করতাম। এই যেমন আপনার সুন্দর সুন্দর লেখাগুলো সহ আরও অনেক প্রিয় প্রিয় ব্লগারগণের গুণী হাতের লেখা এর পর ধরুন ২২তারিখে বইমেলায় সাধুসঙ্গ। ঠিক ই বলেছেন গ্রেট ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.