নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করি নতুন কিছু শেখার, ভালো কিছু করার, আর নিজে যা জানি তা অন্যকে উদারভাবে শেখানোর যদি কেউ শিখতে চায়।

নয়া পাঠক

আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!

নয়া পাঠক › বিস্তারিত পোস্টঃ

আগুন আগুন আর আগুন, এখন আগুন লাগার মৌসুম

০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩১



প্রতি দিনই কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের খবরে হৃদয় চমকে উঠে বারবার। আজ মিরপুর-২ নং থানার উল্টোপাশে এবং মিরপুর-১০ নং গোলচত্ত্বর ফায়ার সার্ভিস কেন্দ্রের সন্নিকটেই মিরপুর শপিং সেন্টার নামের একটি সুবিশাল মার্কেটে আজ বিকেল ৪.০০ টার দিকে অাগুন লেগেছে। হয়ত বড় রাস্তার ধারে এবং মার্কেটটির তিন দিকে রাস্তা থাকার সুবাদে তেমন একটা ক্ষয়-ক্ষতি হবে না। কিন্তু তারপরও আতংক পিছু ছাড়া হয় না। গতকাল লেগেছিল কাওরান বাজার বস্তিতে। এভাবে প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লেগেই চলেছে একের পর এক।

ভয় হৃদয়ে আমিও তো থাকি এই মেগা সিটির কোন এক মেগা বস্তিতেই। যদি সেখানে আগুন লাগে কখনও। সেখানকার রাস্তা পুরোন ঢাকার মতই, তার সঙ্গে যোগ হয়েছে বাড়িগুলো সব তৈরি দাহ্য পদার্থ দিয়েই।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

হাবিব বলেছেন: আল্লাহ আমাদের হেফাজত করুন

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

নয়া পাঠক বলেছেন: আমিন!

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: পুরো দেশে একই সময়ে মিলাদের আয়োজন করতে হবে।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১৬

নয়া পাঠক বলেছেন: মিলাদ মাহফিল এর পাশাপাশি সচেতনতা এবং তাৎক্ষণিক অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখাটাও জরুরি।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: দেশে যে এক অবস্থা,সর্বাবস্থায় আল্লাহ আমাদের হেফাজত করুন এই দোয়াটাই করতে হবে সর্বদা।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১৮

নয়া পাঠক বলেছেন: ঠিক ই বলেছেন ভাই। বাসা থেকে বেরুবার পূর্বে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যেন আল্লাহ সহি সালামতে আবার বাসায় ফেরান। সকল বালা-মছিবত থেকে দুরে রাখেন আমাকে এবং আমাদের সবাইকে।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:২৭

নাহিদ০৯ বলেছেন: যখন তোমাদের শাসকবর্গ তোমাদের মন্দ ব্যক্তি হইবে, তোমাদের বিত্তশালীরা কৃপণ হইবে তখন তোমাদের বসবাসের জন্য ভূপৃষ্ঠ অপেক্ষা ভূগর্ভই শ্রেয় হইবে।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১৯

নয়া পাঠক বলেছেন: ১০০% ঠিক কথা ভাই। সম্পূর্ণ মিলে যাচ্ছে। ধন্যবাদ সুন্দর এই আয়াতের তরজমা দিয়ে পোষ্টের এবং বর্তমান অবস্থার যথাযথ উপস্থাপনের জন্য।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: দুঃখজনক !

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২০

নয়া পাঠক বলেছেন: সত্যিই খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আল্লাহ আমাদের হেফাজত করুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.