নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর পাহাড় পেড়িয়ে আমি... অচীন দূর দেশে। পাহার কূলে বেঁধেছি বাসা... সাগর জলে গিয়েছি ভেসে।

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

নাঈম আহমেদ

পেশায় চিকিৎসক, মানসিক ভাবে কবি ও পরিব্রাজক

নাঈম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

চীনের প্রাচীনতম ও ঐতিহাসিক মসজিদ সমূহ.....:):)। ( না দেখলে মিস)

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

১. ক্যান্টন গ্রেট মসজিদ (৬৫০সাল)





চীনা নাম হুয়াইশেং(Huaisheng) মসজিদ এটি বাতিঘর মসজিদ নামেও পরিচিত, এটি গুয়াংঝোর প্রধান মসজিদ. এর ইতিহাস অনেক প্রাচীন । মসজিদ টি অনেক বার পুনঃনির্মাণ করা হয়েছে, ঐতিহ্যবাহী এই মসজিদতি নির্মিত হয়েছে ১৩০০ বছর আগে ৬৫০সালে যা বিশ্বের প্রাচীনতম মসজিদ সমূহের একটি. এটা মহানবী মুহাম্মদ সাঃ এর চাচা সাদ ইবনে আবু অয়াক্কাস রাঃ নির্মাণ করেন।





এই মসজিদ টি একটু অন্য রকমের এটা (চীনা কনটেক্সট) এ নির্মিত তা হল এর মিনার বৃত্তাকার শূন্যে একটি সরু ডগা দিয়ে হল ৩৬ মিটার লম্বা বাতিঘর হিসাবে ব্যাবহার করাহত।







২. গ্রেট মসজিদ শিয়ান (৭৪২ সাল)





এটা বিশ্বের অন্যতম প্রাচীন এবং চীনের মধ্যে সবচেয়ে বিখ্যাত মসজি্দ এটি ৭৪২ সালে প্রতিষ্ঠিত হয়.









এটি নির্মিত হয় সম্রাট মিং রাজবংশের হঙ্গিউ এর রাজত্বকালে এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্থান, এবং এখনও চীনা মুসলিমদের নামাজের জন্যে চালু আছে ।







এই মসজিদটি মধ্য প্রাচ্যের বা আরব দেশগুলোর অধিকাংশ মসজিদ থেকে ভিন্ন।এই মসজিদ অনেক আরবি ক্যালিওগ্রাফি এবং সজ্জা ছাড়া তার নির্মাণ শৈলী এবং স্থাপত্য সম্পূর্ণ চীনা ধারায় নির্মিত।









৩.নিউচি মসজিদ, বেইজিং (৯৯৬ সাল)





এটি বেইজিং এর প্রাচীনতম মসজিদ. এটি ৯৯৬ সালে প্রথম নির্মিত, লিয়াও রাজবংশের সময় এবং সেইসাথে কাংশি সম্রাট (1661-1722) চিং রাজবংশের অধীনে পুনর্নির্মিত হয়।











মসজিদ টি বেইজিং এর ১০ হাজার এর অধিক মুসলিম বসবাসকারী অঞ্চল এ অবস্থিত এবং তাদের জন্য এটি একটি আধ্যাত্মিক স্থান এবং এটা বেইজিং বৃহত্তম মসজিদ।এটি শুয়ানউ Xuanwu জেলায় অবস্থিত এটি বেইজিং এর মুসলিম অধ্যুষিত এলাকা।





মসজিদটি প্রায় ১০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত। মসজিদ টি ইসলামী,হান চীনা সাংস্কৃতিক এবং স্থাপত্য সংক্রান্ত মিশ্রপ্রভাব প্রতিফলিত করে। বাইরে থেকে এর প্রথাগত স্থাপত্য চীনা প্রভাব দেখায় এবং অভ্যন্তরে ইসলামী ক্যালিওগ্রাফি এবং চীনা নকশা মিশ্রন আছে। প্রধান নামাজের হলটি ৬০০ বর্গ মিটার চওড়া।





৪/ ঈদ গাঁ মসজিদ, কাশগার (১৪৪২ সাল)



এই মসজিদ টি চীনের শিঞ্জিয়ান উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চলের কাশগার শহরে অবস্তিত।







এটা চীনের বৃহত্তম মসজিদ. প্রতি শুক্রবার, এটি প্রায় ১০ হাজার মুসুল্লী ভিতরে এবং ২০ হাজার মুসল্লী বাইরে নামাজ পরতে পারে।









মসজিদটি সাকছিচ মির্জা ১৪৪২ সালে নির্মাণ করেন ।১৬,৮০০ বর্গ মিটার জায়গা জুড়ে মসজিদটির অবস্থান।





আগের পর্ব

চীনের অসাধারণ শহর সমূহ -১



চীনের অসাধারণ শহর সমূহ -২

মন্তব্য ৪৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

নাঈম আহমেদ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো। সুন্দর পোষ্ট।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

নাঈম আহমেদ বলেছেন: ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্যে

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: Thanks...

+ priote

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

নাঈম আহমেদ বলেছেন: প্রিয়তে নেয়ার জন্যে অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

দেবদাস. বলেছেন: সুন্দর , শেয়ার করার জন্য ধন্যবাদ :)

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

নাঈম আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

পাগলমন২০১১ বলেছেন: প্লাস এবং প্রিয়তে

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকবেন

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

বিপদ সংকেত! বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

নাঈম আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মনিরা সুলতানা বলেছেন: বাহ আলহামদুলিল্লাহ :)

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

বয়ানবাজ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আল্লাহ যেন আমাকে এসকল মসজিদে নামায পড়ার তৌফিক দান করেন।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

নাঈম আহমেদ বলেছেন: আল্লাহ যেন আপনার মনের নেক আশা পূর্ণ করেন আমীন।
আমার জন্যেও দোয়া করবেন যেন আমি এই আল্লাহর ঘর সমূহে নামাজ আদায় করতে পারি

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

ঘোড়ারডিম বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

নাঈম আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

তারছেড়া লিমন বলেছেন: প্লাস এবং প্রিয়তে

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

নাঈম আহমেদ বলেছেন: প্রিয়তে নেয়ার জন্যে অনেক ধন্যবাদ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

দি সুফি বলেছেন: অনেক ধন্যবাদ। পোষ্টে +++

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

নাঈম আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

মেকানিক ফিরোজ বলেছেন: ++

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

আরজু পনি বলেছেন:

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ।

১১ নম্বর প্লাস।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

নাঈম আহমেদ বলেছেন: পোস্ট টি পড়ার জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!


প্যাগোডা স্টাইলে মসজিদগুলো।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

নাঈম আহমেদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আপু। চীনের স্থাপত্য রীতি অসাধারন

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: +++++++++প্লাস এবং প্রিয়তে .......
অনেক ধন্নবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

নাঈম আহমেদ বলেছেন: প্লাস এবং প্রিয়তে নেয়ার জন্যে অনেক ধন্যবাদ।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

রক্তে ক্রীতদাস বলেছেন: এই সবগুলোতে গিয়েছিলে নাকি নাঈম?

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

নাঈম আহমেদ বলেছেন: না তবে ইচ্ছা আছে

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

খেয়া ঘাট বলেছেন: খুবই চমৎকৃত হলাম, দারুন,দারুন এবং দারুন।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

নাঈম আহমেদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

শরৎমেঘ বলেছেন: অসাধারণ মসজিদগুলো! ধন্যবাদ সামুতে তুলে ধরার জন্য। প্রিয়তে নিলাম।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

নাঈম আহমেদ বলেছেন: প্রিয়তে নেয়ার জন্যে অনেক ধন্যবাদ।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মাক্স বলেছেন: +++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

শাহজাহান মুনির বলেছেন: Nice

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকবেন

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

ইউসুফ আলী রিংকূ বলেছেন: প্লাস এবং প্রিয়তে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

আসফি আজাদ বলেছেন: comotkar +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ।

২৩| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৪

এম এম কামাল ৭৭ বলেছেন: এক কথায় সুন্দর।

২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

লিসং বলেছেন: ধন্যবাদ! বালাংদেশও খবু সুন্দর । বিশেষ গ্রামের দৃশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.