নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল

বুদধি থাকলে ঘর জামাই থাকতে হয় না..লুল

ব্যস্ত বেকার

আমি একজন লুজার

ব্যস্ত বেকার › বিস্তারিত পোস্টঃ

১৮++++++++ খুবি মজার.......:পি না পড়লে মিস করবেন........:পি :পি

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

১. এক কৃষক এক রুটি ওয়ালার কাছে এক পাউন্ড মাখন বিক্রি করেছিল। রুটিওয়ালা মাখনটা মেপে দেখল যে, সেটি এক পাউন্ডের চেয়েও কম। রেগে গিয়ে সে কাজীর দরবারে নালিশ জানালো।



কাজী কৃষককে জিজ্ঞাসা করলেন কৃষক কোনো দাঁড়িপাল্লা ব্যবহার করেছে কি-না। কৃষক জবাব দিলো, হুজুর আমি পুরনো দিনের লোক, আমার দাঁড়িপাল্লা আছে কিন্তু বাটখারা নাই। তাহলে তুমি মাখন মাপলে কী করে? চাষী জবাব দিলো ঘন্টা খানেক আগেই ঐ রুটিওয়ালার কাছ থেকে একটি এক পাউন্ড ওজনের রুটি কিনেছিলাম। এক পাল্লায় রুটি উঠিয়েছিলাম অন্য পাল্লায় মাখন। এখণ মাখন যদি ওজনে কম হয়। তাহলে ঐ রুটিই ওজনে কম ছিলো।



২. এক বালক তার মায়ের সাথে রাগ করে চেচিয়ে বলল ‘আমি তোমাকে ঘৃনা করি’। এই বলে সে মায়ের উপর রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেল এক নির্জন পাহাড়ে। সে সেখানে গিয়েও চেচিয়ে বলল ‘আমি তোমাকে ঘৃণা করি’। পাহাড় থেকে প্রতিধ্বনি এলো ‘আমি তোমাকে ঘৃনা করি’। বালকটি ভয় পেয়ে দিলো দৌড়। ফিরে এলো মায়ের কাছে।



মা আবার তাকে নিয়ে গেলেন সেই পর্বতে। আবার বলতে বললেন-বলো, ‘আমি তোমাকে ভালোবাসি’। তখণ পাহাড় থেকেও প্রতিধ্বনি এলো, ‘আমি তোমাকে ভালোবাসি’।



গল্প দুটির থিম কিন্ত একই। এই পৃথিবী একটা বিরাট আয়না। তুমি কৌতুক বললে সে হাসবে। তুমি তাকে কষ্ট দিলে সেও কষ্ট দিবে। তবে তার দেওয়া কষ্টটা হবে ভয়ংকর। কেননা সে তো শিখেছে তোমার কাছ থেকেই।



অসাধারণ ২টি গল্প না পড়া থেকে বঞ্চিত যাতে না হতে হয় নিশ্চিত করার যন্যে উপোরক্ত শিরোনাম.........:পি :ডি নিজ গুনে মাফ করে দিবেন.....

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো লাগলো মোরালটা+

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

ব্যস্ত বেকার বলেছেন: ধন্যবাদ.........কিন্তু লেখাটি হুবহু আপনার নামে সামুতে দেয়া তা ঠিক হয়েছে??????????

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.