![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা ব্যবস্থার বৈষমটা কই ? সিলেবাসেই কি শুধু ? না কি পুরো প্রক্রিয়াটায় ? যেমন ইংলিস মিড়িয়ামে বেতন বেশি পাঠ থেকে শুরু করে সবই ভালো । অন্য গুলো থেকে । বাংলা মিড়িয়ামে বেতন কম সুতরাং ইংলিস মিড়িয়াম থেকে সব কিছু কম । হাফেজি মাদ্রাসায় বেতন আরও কম সুতরাং সব কম । কাওমিতে বেতন নাই সুতরাং যা হবার তাই হয় ।পলিট্যাকনিক্যাল এ একই কথা । দোষটা কই তাহলে ? পাঠ্যপুস্তক পরিবর্তন করে যদি এই ভাবে চলে সব । খুব কি লাভ হবে ? আর একমুখি শিক্ষা যদি করেন তা কি বহুমুখি মানুষ তৈরি করতে পারবেন ? তার চাইতে সরকার নিয়ন্ত্রিত নির্দিষ্ট কিছু শিক্ষা ব্যবস্থায় থাক । বেতনটাকে একমুখি করে দেন । অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা আগামী ১০ বছরের মাঝে গায়েব হয়ে যাবে ।
২৭ শে মে, ২০১৬ রাত ৩:২৯
আসাদ ইসলাম নয়ন বলেছেন: দাদা বোধয় ঢাবি এর খ এবং ঘ ইউনিটের কিছু বিষয়ের কথা বলছেন । (সময় কম তাই বাকি বিশ্ববিদ্যালয় গুলোর কথা বললাম না ) । আমার লেখাটা খুব ছোটোতো তাই একটু বুঝে নিতে হবে সরি । দাদা ধরেন ইংলিশ মিড়িয়াম বেসরকারি বিশ্ববিদ্যালয় । বাংলা মিডিয়াম সরকারি বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসা গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় । এটা গেলো টাকার কথা । আর মনন গড়ার জন্য যে পাঠ্যসূচি তা নিয়ে কিন্তু আমি কিছু বলি নাই । সত্যি আমি অতো জ্ঞানী না । তবে দাদা পেটে খেলে না পিঠে সয় । বেতন বলেন আর রোজগার বলেন ।
২| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৩৯
বাঁকখালির বাঁকে বলেছেন: ভালো লাগা
++++++++++
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৬ রাত ২:৩৪
মার্কোপলো বলেছেন:
শিক্ষা ব্যবস্হা বুঝেন?