নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবুঝ ম্যান --পুরাই লুল। সোর্য্য কোনদিক দিয়া উত্থিত হয় হেইডা ময় বুঝি না।

অবুঝ ম্যান

অবুঝ ম্যান

অবুঝ ম্যান › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে শেষ কথা বলে কোন কথা নাই। জামাতে ইসলাম ও হেফাজতে ইসলাম

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯



আবার সেই পুরানো ডায়ালগ দিলাম। আমরা আজ দেখছি । কি ? জানি না দেশ কোন পথে যাবে। সাধারন একজন ছাত্র আমি। গ্রামের আর দশটা ছেলের মত আমার শৈশব কেটেছে কাদাপানির মধ্যে। ডিজিটাল আর আন্যালগ শব্দ তখন অপরিচিত ছিল । মফস্বলে থাকি। ইন্টারনেটের প্রতি একটু আসক্তি আছে। বাট অতটুকুই। ইন্টারনেটে অনেক সম্ভাবনা সব না জানলেও কিছুটা জানি।

আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই। সাধারন ছেলের মত জীবন যাপন করি। আমার কোন প্রশ্ন নেই।

তারপরেও বলি: যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে দেশ কোনদিকে যাবে। সরকারের নাকি আম ছালা সব যাচ্ছে। যুদ্ধাপরাধ, শাহবাগ, আমারদেশ, নাস্তিক আস্তিক, শিবির, জামায়াতে ইসলামী, আবার হেফাজতে ইসলামী, আওয়ামীলীগ, বিএনপি সব এখন আলোচনায়। সরকার এখন হেফাজতে ইসলামী কে মিডিয়ার সামনে আনছে। আমার মনে হয় আমরা যারা সাধারন পেপার পত্রিকা, মিডিয়া কতজন পড়ে বাংলাদেশে। সবাই তো সাধারন কাতারে। দিন আনা দিন খাওয়া এখানে বড়।

রাজনৈতিক নেতাদের মতিগতি বুঝি না। আওয়ামীলীগের যা ভোট ব্যাংক তাতে যদি ৭-৮% কমে এবং এরশাদের সাথে জোট থাকে তাহলে আগামীতে আবার ক্ষমতায় যাবে। সরকারের সফলতা ব্যার্থতা বড় কথা না। বড় কথা আমরা কি করব? গুটিকয়েক জামাত শিবির ও তার দোসরা কি করছে আমরা দেখছি। সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাহলে আমাদের কি হবে নতুন দল নাকি অন্য কিছূ।

হেফাজতে ইসলাম দিয়ে, তাকে মিডিয়ার সামনে এনে তাদেরকে ইসলামী শক্তি হিসাবে বড় করে সরকার হয়তো নতুন ফায়দা লুটবে। কারন তখন জামাত শিবিরকে খাটো করে হেফাজতে ইসলামকে সামনে এনে দুটো ফায়দা লুটবে সরকার। তখন হয়তো বলবে সরকার আম ও ছালা দুটোই পেয়েছে। জানি না দেশে সামনে কোন পথে যাবে। কিন্তু আমরা দিন আনি দিন খায় ।

আমরা শিবিরের মত পটকা ফাটালে ৫০০টাকা, হেফাজতে ইসলামীর ঈমান রক্ষা , আর ছাত্রদল-ছাত্রলীগের চা খাওয়া ইত্যাদির মধ্যে যেতে চায় না। আমরা সবকিছু থেকে বাচতে চায়।



সমাজ বিজ্ঞানের মতে , সমাজ তার প্রয়োজনে গতিশীল। কোন ধর্ম, গোত্র, বর্ণ, তাকে প্রভাবিত করতে পারে না। জীবন রক্ষার তাগিদে, শান্তিতে বাচার জন্য, আত্নার সন্তুষ্টির জন্য যা করার সমাজ, ব্যক্তি, মানুষ নিজ থেকে যা করার করবে। কেউ তাকে প্রভাবিত করতে পারবে না। নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আমরা আমাদের জীবনকে সুন্দর করে নিয়ে যেতে পারবো। হায়াত তো মাত্র ৬৫-৬০ বছর। ফাও ফাও নাস্তিক আস্তিক ছিল্লা ফাল্লা দিয়ে কোন লাভ হবে না। কে জ্ঞানী আর কে জ্ঞানপাপী তা উপরওয়ালা জানে। কেউ কাউকে প্রবাদ দিলে কিছু আসে য়ায় না।

মনের মত হল কি জানি না। মন্তব্য প্লিজ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সামির হোসাইন বলেছেন: লং মার্চ নাস্তিকদের কর্মসুচি

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

অবুঝ ম্যান বলেছেন: হাচা কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.