![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জারে ভালবাসি। সে আমারে ভালবাসে তিন বছর। প্রাণের চেয়ে বেশি ভালবাসে নাকি আমাকে। আমার জন্য সব করে। আমার কাছে টাকা পয়সা না থাকলে সে দেয়। আমাকে মানসিক ভাবে সমর্থন দেয়। আমার সবকিছুই বে বোঝে। সব কিছুই। এক বাপের এক মেয়ে একটু হেয়ালী। ছটফটে, চঞ্চল। আমার সবকিছু বোঝে। আমি যে তার সবকিছু বুঝি না তা নয়। তার একটি বড় দোষ আমার সবকথা শুনতে চায় না। কিসে আমার শান্তি সুখ তা বুঝলেও করতে চায় না। আমাকে দেয়া প্রতিজ্ঞা বার বার ভঙ্গ করে। এই যেমন অজানা অচেনা নাম্বারে কথা বলা। আমার খুবই বিরক্তি লাগে। বাট তার কথা এট সে ফাজলামো করে।
এখন এইসব নিয়ে গন্ডগোল করে। আর বার বার সরি বলে। বার বার সরি বলে। তিন বছরে -৩৬ মাসে প্রায় ২৫ বার এই বিষয় নিয়ে বেধেছে। তার পর ও তার একটাই কথা আমি তো তোমারই । একটু ফাজলামি করছি। নিষেধ করলেও শুনতে চায় না। শুধু কথা আমি তো তোমারই। অবশ্য এই সব গুলো ও ফাজলামো করে তা আমি জানি। কিন্তু আমার মন মানে না। আমি জানি সে ফাজলামে করছে তারপরও তাকে বুঝাই এগুলো ভালো না। তারপরও সে শুনতে চাই না। তাদের মনে নাকি সে এতে আনন্দ পায়। আর আমার লাগে খারাপ। আমাকে সে বুঝতে পারে কিন্তু সে বলতে চায় আমি একটু ছোটবেলা থেকে ফাজলামি করি এগুলো নিয়ে তুমি কিছু মনে করো না। অবশ্য তার কথা ঠিক।
উক্ত অচেনা নাম্বারে কথা বলা ছাড়া আর কিছু করে না। কিন্তু আমি চাই না সে কথা বলুক। তারপরও সে বলতে আছে।
আমার খুব কষ্ট হচ্ছে তারপরও আমি তাকে বুঝাচ্ছি কিন্তু সে বুছতে চাচ্চে আবার চাচ্ছে না। আপনার বলেন এখন আমি কি করি। এমতাবস্থায় আমার কি করা উচিত। প্লিজ আপনারা একটু বলেন। আমি বন্ধুদের সাথে শেয়ার করে নিজেকে হালকাও করতে পারছি না। সিরিয়াস ভাবে আমার এখন কি করা উচিত?????????????????
১৪ ই জুন, ২০১৩ রাত ২:১১
অবুঝ ম্যান বলেছেন: ধণ্যবাদ। আর আপনার পূর্ববর্তী কমেন্ট মুছে ফেলা হয়েছে।
২| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: আহারে বেচারা! প্রেমিকা কথা শুনেনা, তাও আবার অচেনা নাম্বারে কথা বলে
আপনে একটা লাভগুরু ধরেন, আপনার সমাধান পাইয়া যাবেন
৩| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:০৭
bakta বলেছেন: প্রেমের ফাঁদে পা দিয়ে
তুই মরবি অবুঝ ম্যান,
শিগগির কর ঐ মেয়েরে
সরাসরি ব্যান ।
এ মেয়ে তো সেই মেয়ে না
শুনবে রে তোর কথা,
মিছামিছি পাস কেন তুই
ভীষন নীরব ব্যাথা ।
বাঁচতে পারিস পালিয়ে গিয়ে
দিস না তারে দেখা,
বন্ধ কর না ফোনে কথা
বন্ধ চিঠি লেখা ।
দেখনা মজা লুকিয়ে তারে
তীরে বসে দেখ বাণ,
দেখনা তোরে খোঁজে কিনা
কাঁদছে কিনা প্রাণ ।
আমিও ভাই এই জ্বালাতে
জ্বলেছি অনেক বার,
আজ তারই সাথে, একটি
ঘরে পেতেছি সংসার ।
পরে তারে অনেক করে
শুধাইছি তার কারন,
বলে নাকি এটাই হল
প্রেমের জারণ-বিজারণ
-------- ০ --------
বি: দ্র: - " আগাম শুভকামনা রইল ভাই ।
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
অবুঝ ম্যান বলেছেন: ধণ্যবাদ ভাই
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৫
অবুঝ ম্যান বলেছেন: ধণ্যবাদ।এত সুন্দর করে কবিতাটি লেখার জন্য।
৪| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫
আদার ব্যাপারি বলেছেন: একটু বয়স হলে ঠিক হয়ে যাবে। মানিয়ে নেন। সে তো আপনার ই।
৫| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৬
অবুঝ ম্যান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ২:০৮
পরোবাশি২০১৩ বলেছেন: Sorry for the previous comment in .... Stop seeing/talking to her for three days. It will give results...