![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী ২৬ জুলাই মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সাইবার বিশ্বযুদ্ধের ডাক দিয়েছে আমেরিকা, ইসরাইল ও রাশিয়াসহ অন্যান্য অমুসলিম দেশের হ্যাকাররা। এ লক্ষ্যে ৪ জুন অপারেশন ইসলাম (ঙঢ়ওংষধস) নামে একটা বার্তা প্রকাশ করে ইসরাইলের হ্যাকার সংগঠন ইসরাইল এলিট ফোর্স। এর পর পরই সাইবার বিশ্বে উত্তেজনা সৃষ্টি হয়। এ বার্তায় বলা হয়েছে, আমেরিকা, ইসরাইল, রাশিয়ার হ্যাকাররা সংঘবদ্ধভাবে মুসলিম দেশের সাইবার স্পেসের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৬ জুলাই চূড়ান্তভাবে হামলা চালানো হবে। এদিকে ৭ জুন একইসঙ্গে মুসলিম দেশের হ্যাকাররাও পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, ঢালাও এ হামলা পাল্টা হামলা দীর্ঘস্থায়ী হলে সাইবার বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ যুদ্ধ সম্পর্কে বিবৃতিও দিয়েছেন। এদিকে মুসলিম দেশগুলোর পক্ষ নিয়ে কাজ করার জন্য এ সাইবার যুদ্ধে অংশ নিচ্ছে বাংলাদেশের হ্যাকার সংগঠন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। হ্যাকারদের সংবাদ সরবরাহকারী ওয়েবসাইট হ্যাকার নিউজ বুলেটিন জানিয়েছে, ১২ জুন ভোর পর্যন্ত বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস প্রস্তুতিমূলক ১ হাজার ১২টি ইসরাইলি সাইট হ্যাক করেছে। এ সম্পর্কে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের প্রতিষ্ঠাতা অ্যাডমিন রোটেটিং রোটর জানান, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা নিয়মিত হলে হয়তো এটিই হবে মুসলিম এবং অমুসলিম দেশগুলোর মধ্যে প্রথম সাইবার যুদ্ধ। আমরা সাইবার অস্ত্র মাস ডিফেসার গানের মাধ্যমে সাইবার যুদ্ধ শুরুর প্রথম ১৫ মিনিটে ১০ হাজার ওয়েবসাইট ডিফেস করার ক্ষমতা রাখি। এর আগে ৪ জুন হঠাৎ করেই ইসরাইলের হ্যাকার সংগঠন ইসরাইল এলিট ফোর্স ঘোষণা দেয় তারা চলতি মাসের ২৬ জুন মুসলিম দেশগুলোতে সাইবার হামলা চালাবে। একইসঙ্গে তারা তাদের মিত্র হ্যাকার সংগঠনগুলোকে এ হামলায় অংশ নেয়ার জন্য আহ্বান জানায়। ইউটিউবে প্রজেক্ট লিকাভাত নামে একজন হ্যাকার ইসরাইল এলিট ফোর্সের পক্ষে ‘হ্যাকার কল টু অ্যাকশন অপারেশন ইসলাম’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে। সঙ্গে তাদের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের ঠিকানাও দেয়া হয়।
সূত্র- দৈনিক মানবকন্ঠ, বাংলা এক্সপ্রেস
বিস্তারিত এখানে
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:১১
রাখালছেলে বলেছেন: মুসলিমরা অলস বলেই তারা সব যুদ্ধে পিছিয়ে পড়ছে । আমাদের সামনে একজনও সর্বজনবিদিত নেতা নেই যাকে আমরা আমাদের আদর্শ মানব । সবাই পরষ্পরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে ব্যস্ত । ভোগ লালসা নিয়ে ব্যস্ত সবাই ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ২:১৫
তৌফিক মাসুদ বলেছেন: এই যুদ্ধের দরকার কি? মুসলিমদের প্রস্তুতি অতি নগন্য, তাই যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে বলে যুদ্ধে যেতে হবে।