নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবুঝ ম্যান --পুরাই লুল। সোর্য্য কোনদিক দিয়া উত্থিত হয় হেইডা ময় বুঝি না।

অবুঝ ম্যান

অবুঝ ম্যান

অবুঝ ম্যান › বিস্তারিত পোস্টঃ

সিরিয়ায় হামলা এড়ানোর ইঙ্গিত দিলেন ওবামা

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

১০ সেপ্টেম্বর (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে তুলে দেয়ার প্রস্তাবটি 'অত্যন্ত ইতিবাচক' এবং এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশটির ওপর মার্কিন হামলা এড়ানো যেতে পারে।







তিনি সোমবার সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, প্রস্তাবটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তিনি এবং এটি বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হলে সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থগিত হতে পারে। অবশ্য একইসঙ্গে তিনি প্রস্তাবটিকে হামলা ঠেকানোর 'কৌশল' হিসেবে ব্যবহার করার ব্যাপারে দামেস্ককে সতর্ক করে দিয়েছেন।







সিরিয়ার সরকারের পক্ষ থেকে দেশটির জনগণের ওপর কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারকে কেন্দ্র করে সিরিয়ার ওপর মার্কিন হামলা যখন একরকম অবধারিতই মনে হচ্ছিল তখন সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর এক প্রস্তাবে পরিস্থিতির নাটকীয় মোড় নেয়। সের্গেই ল্যাভরভ মস্কো সফররত সিরিয় পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, মার্কিন নেতৃত্বাধীন সম্ভাব্য হামলা এড়াতে দামেস্ক তার সব রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে তুলে দিতে পারে।







সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম তাতক্ষণিকভাবে রাশিয়ার প্রস্তাবকে স্বাগত জানান। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট হামলা স্থগিত রাখার সম্ভাবনার কথা বলেন।







ওবামা আরো জানান, তিনি এ ব্যাপারে একটি ইতিবাচক ফলাফলে পৌঁছার জন্য রাশিয়াসহ আন্তর্জাতিক সমাজেরর সঙ্গে আলাপ করবেন। তার মতে, রাশিয়ার প্রস্তাবে সিরিয়া সংকটের হয়তো রাতারাতি সমাধান হবে না কিন্তু তবুও এই মুহূর্তে যে বিষয়টিকে কেন্দ্রীভূত করে সবকিছু অগ্রসর হচ্ছিল সেটিকে হয়তো এড়ানো যাবে।#





ধঙস করলে ইরাকের মত অবস্থা হবে। হি হি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ফুরব বলেছেন: সিরিয়ায় হামলা করা নিয়ে আমেরিকা মোটামুটি বিপদেই আছে। যুদ্ধে জড়ালে ইরানের ও রাশিয়ার তরফ থেকে কি ধরনের রিএকশন আসবে তা নিয়ে ব্যাপক চিন্তায় আছে।তাই যুদ্ধ এড়াতে ভ্যরাইটিস কৌশল চালানোর চেষ্টা চলছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.