নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসিব

নাসিব › বিস্তারিত পোস্টঃ

ছাগু কি, কাদের এবং কেন বলা হয় ? আসুন জেনে নেই --

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০

ব্যাপার হইলো, ছাগু গুলান এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে যাতে সাধারণ মানুষ ছাগু দের পক্ষে যায় আর যারা ছাগু দের বিপক্ষে তাদের ফটিকছরির মত পিটিয়ে মারে । আমাদের সত্য জানাত প্রবণতা খুব কম । আমরা যদি নিজের পক্ষে এবং বিরোধীর বিপক্ষে কোন কিছু পাই, সেটা নিয়ে ধুমায়া লাইক শেয়ার মাইরা দেই । একবার চিন্তা করি না যে আসলে ব্যাপার টা কি সত্যি না মিথ্যা । যা শেয়ার করলো, সেটা সত্যি তো ?



যারা প্রায় ই শোনে " তুই তো ছাগু " তারা হয়তো অনেকেই জানে না যে তাদের ছাগল কেন বলা হয় । আবার যারা প্রতিদিন মানুষরে ছাগু বলে গালি দিয়ে মুখে ফ্যানা তোলে তারাও জানে না যে ছাগু মানে কি । যারা মনে করে ছাগু গালি ব্যাবহার হয় ইসলাম অবমাননার জন্য, তাদের জন্য আমার এই পোস্ট একটু হেল্প ফুল হইব । কিন্তু, ইসলাম বলতে যদি পাকিস্থান বুঝান, তাইলে আবার এই পোস্ট আপনার কোন কামে দিবো না ।



জামাত শিবিরের পেয়ারা দেশ কোনটা ?



প্রশ্নঃ জামাত শিবিরের পেয়ারা দেশ কোনটা ?

ছাগুরাও বলবেঃ পাকিস্থান ।



প্রশ্নঃ পাকিস্থানের জাতীয় প্রানি কি ?

ছাগুরা আসলে জানেই না !!

উত্তর আমি দিয়া দেই ;) তাদের জাতীয় পশু/প্রাণী একটা ''ছাগল'' ! ঠিক মত গুগোলিং না পারলেও এই উত্তর গুগোলে পাইবেন ।







অনুভূতিতে আঘাত লাগলো নাকি সাহেব !! লাগুক, একটু লাগা লাগে । B-)



বাংলাদেশের ক্রিকেট দল যখন খেলে, তখন আমরা কি বলি ?????

টাইগার !

কেন ?

আমাদের জাতীয় পশু/প্রাণী বাঘ । ইংরেজিতে টাইগার । তাই আমরা বলি, আমরা টাইগার ।

তাইলে, ঐকিক নিয়মে ছাগুরা কি বলে?



======> আমরা ছাগু !



তে ভাই, জামাত আর পাকিস্থানের সাপোর্ট করলে তো এই ছাগুর কাছেই তো জাইতে হবে ! ছাগু ডাক শুনতে হবে !! এর সাথে ইসলামের অবমাননার কোন সম্পর্ক নাই । সো, প্লিজ কেউ কনফিউজড না হয়ে ফাকিস্থান প্রেমী ছাগুদের পিডান :D



জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

আস্তবাবা বলেছেন: +++
কিন্তু যারা জামাত করেনা, কিন্তু সরকারের সমালোচক তাদেরকে কেন ট্যাগ দেওয়া হয়?
তাইলে কি বুঝব যারা ট্যাগ দেয় তারাও ছাগু(জামাতিরা হল পাকি ছাগু আর ওরা হল বাংলাদেশী রাম ছাগল?)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

নাসিব বলেছেন: যারা প্রতিদিন মানুষরে ছাগু বলে গালি দিয়ে মুখে ফ্যানা তোলে তারাও জানে না যে ছাগু মানে কি । সো, বুঝতেই পারছেন । ইভেন, আমিও ছাগু ট্যাগ খেয়েছি :প

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

ফখরুল আমান ফয়সাল বলেছেন: ব্লগে ঘৃণা না ছড়ালে কি নয়?

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

নাসিব বলেছেন: দুঃখিত ভাই । আমি ব্লগে ঘৃণা ছড়াতে এটা লিখি নাই । শিবিরের অনেক পেজ এই দেখলাম, ওরা বলছে ছাগু বলে মসুলমান দের দাড়ি কে অপমান করা হয় । তাই এটা ক্লেয়ার করার জন্য এই পোস্ট ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২

আমি মেহমান বলেছেন: আসলে যেগু ছাগু - তাগুর অন্য সবগুরে 'ছাগু' ডাকাই মূল স্বভাব!!!

কুকুর আরেক কুকুরকে দেখলে ঘেঘে করে। মানুষ দেখলে লেজ তুলে দেয় দৌড়!!!!!!!!!

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

দিশার বলেছেন: জামাত প্রেমী , সাইদী র গেলেমান কুল ও কলিজু সংস্থা প্রেমী দের কে ছাগু ডাকা হয়।

ছুপা চাগু চেনার কাঠাল পাতা টেস্ট। ৫ জন শীর্ষ যুদ্ধ অপরাধীর নাম বলতে বলা।
ছাগু দের কমন ডায়লগ . .."প্রথমে বলে নেই আমি জামাত করি না , আমিও যুদ্ধ অপরাধীদের বিচার চাই, কিন্তু .....যাব তীয় ম্যাতকার শুরু ."

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

নাসিব বলেছেন: হা হা হা :> :P একজ্যাক্ট কথা বলসেন !

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

প্রভাষ প্রদৌত বলেছেন: @ আমি মেহমান ,

ছাগুর আমদানি হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.