![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি টুপ-টাপ ঝরছে,
উদাসি হাওয়া বয়ছে,
জবাগুলো ভিজে-ভিজে দুলছে,
পাখিদের কোলাহল থেমেছে,
মেঘের ডানায় মন উড়ছে,
তোমার হৃদয় ঠিকানা খুজে চলেছে।
কেন তবু তুমি বোঝনা?
তোমার জন্য জমা হৃদয়ের সব মায়া।
আর তাই দুরে সরে থেকো না,
আর লুকোচুরি খেলো না,
মেঘের ডানায় ভেসে কাছে এসোনা,
দুটি প্রান আজ ভিজে যাক না,
পাশা-পাশি শুরু হোক পথ চলা,
বৃষ্টির সুর তোলা মূর্ছণায়।
২৩ শে জুন, ২০১৫ সকাল ৭:০১
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: প্রেরনা যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য...
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৮
শিরোনামহীনভক্ত দিহান বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই