![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি ঝরুক
- মোঃ নাজমুল হাসান
-------------------------
বৃষ্টি ঝরুক সকাল-বিকাল,
বৃষ্টি ঝরুক নিশিতে।
অঝর ধারায় বৃষ্টি ঝরুক,
চৈত্র ছোয়া উঠানে।
যেই মালতি ঝরে গেছে,
প্রিয়ার দারুণ অযত্নে।
সেই মালতি আবার ফুটুক,
হৃদয় ছোয়া বৃষ্টিতে।
অভিমানে লুকিয়ে ছিল,
যে টগরের পাপড়িরা।
অঝর ধারার বৃষ্টি ছোয়ায়,
সুবাস ছড়াক তাহারা।
©somewhere in net ltd.