![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অব্যক্ত কবিতা
- মোঃ নাজমুল হাসান
-----------------------
তার সেই মুঠোফোন নম্বর-
ছিলো প্রিয় তালিকায়।
সময়ে-অসময়ে খুজে পাওয়া যেতো সারাক্ষণ -
কল-লিস্টের প্রথমেই দিনময়।
এরপর কিছু মেঘে এলো কিছু কুয়াশা
স্বপ্নের আকাশে এলো কিছু ধোঁয়াশা
হারোনোর তালিকায় প্রিয় সেই নম্বর
ডায়রীর পাতাতেও পেলো নাকো আর ঠাঁই!
পৌষের রাতে আজ থাকে সে
চাঁদ মাখে জোছনায়!
আর আমি লেখে শেষ করি
ভালোবাসার শত পাতা অব্যক্ত কবিতা।
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৮
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:৫২
রক্তিম দিগন্ত বলেছেন:
খারাপ লাগেনি। ভালই বেশ।
অব্যাক্ত বানানটা অব্যক্ত হবে। এছাড়াও ছোটখাট টাইপো রয়ে গেছে লেখায়। ঠিক করে নিবেন আশা করছি।