![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত সঞ্চলন
___মোঃ নাজমুল হাসান
--------------------------
কবিতার ছন্দে হৃদয়ের স্পন্দন
স্বপ্নের স্রোতে আজ আছে শুধু সে।
জীবনের ক্যানভাসে সবুজের সমারোহ
একি রঙিন আলো লাগলো চোখে!
বিষন্ন আঁধরে যে বিকাল নামতো
সে আকাশে রঙধনু আজ দেয় উঁকি!
জীবনের ধোয়াশা হয়ে গেলো কুয়াশা
হাসিতে ভরাতে মন এলো বুঝি সে!
সোনার হরিণ খুজে পুড়েছি তামার বিষে
আকন্ঠ ডুবেছি আমি সাগর জলে।
সে জীবনে, কি পেলো সে খুজে?
দুঃখের ভাষাকে করে সুখের নেশা!
©somewhere in net ltd.