![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: মুক্তমনা কারা? মুক্তমনাদের বৈশিষ্ট্যসমূহ কি?
.
.
উত্তর: যারা নিজেদের বিশ্বাস ও মতকে সব সময় সঠিক এবং যুক্তিযুক্ত মনে করে; কিন্তু অন্যদের মতামত এবং অনুভূতিরর প্রতি নূন্যতম শ্রদ্ধা রাখে না, তারাই মুক্তমনা।
.
মুক্তমনাদের বৈশিষ্ট্যসমূহ-
১) এরা অন্যদের অনুভূতি এবং বিশ্বাস নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ব্যাঙ্গ বিদ্রুপ এবং সমালোচনা করতে সর্বাধিক পছন্দ করে থাকে।
২) এরা সব কিছুকে বিজ্ঞানের মাপকাঠিতে নির্ণয় করতে চায় এবং নিজেরাই এক একজন বিজ্ঞানী সেজে বসে। কিন্তু বিজ্ঞানের যুক্তিতে তাদের মতাদর্শ ভুল বলে প্রমান করে দিলে তারা ব্যাক্তিগত আক্রমনের মাধ্যমে প্রতিপক্ষকে হেয় এবং লাঞ্চিত করতে চায়।
৩) এরা এক চোখা হয়। বিশেষ কোন ধর্ম কিংবা মতাদর্শের প্রতি এর চরম রুষ্ঠ থাকে; আবার একই সময়ে তারা অন্য কোন বিশেষ ধর্ম কিংবা মতাদর্শের প্রতি অতিমাত্রায় সহানুভূতিশীল হয় এবং ঐ ধর্ম কিংবা মতাদর্শের ভুলগুলো নিয়ে নূন্যতম আলোচনা-সমালোচনাও সহ্য করতে পারে না।
৪) এরা যুক্তিকে যুক্তি, কলমকে কলম এবং মতাদর্শকে মতাদর্শ দিয়ে মোকাবেলার আহবান জানায়। কিন্তু প্রতিপক্ষ যুক্তিকে যুক্তি দিয়ে, লেখনীকে লেখনী দিয়ে এবং মতাদর্শকে মতাদর্শ দিয়ে মোকাবেলায় উৎসাহী হলে এরা নিন্ম স্তরের অশ্লীল বাক্য, বল প্রয়োগ এবং সহিংসতাকে অস্ত্র হিসাবে বেছে নিয়ে প্রতিকার পেতে সর্বাধিক পছন্দ করে।
৫) এরা নিজেদের বাক এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সব সময় সোচ্চার। কিন্তু ভিন্ন কন্ঠস্বরকে ছল-বল-কৌশলে, প্রয়োজনে সহিংস উপায়ে স্তব্ধ করে দিতে আগ্রহী হয়ে উঠে। অর্থাৎ এরা মুখে মিষ্টিভাষী হলেও মনে মনে চরম ফেসিজম এবং রেসিজমের লালনকারী।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: এটা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা নাকি একগুয়েমি তা অবশ্য বিতর্কের বিষয়।
ধন্যবাদ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: কিন্তু সমস্যা হলো লেখাটা আপনার ভালো লাগলেও ব্লগ কতৃপক্ষ প্রথম পাতা থেকে ঠিক সরিয়ে দিয়েছে!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
দিলের্ আড্ডা বলেছেন: এটা কি মুক্তমনাদের দ্বিমুখিতা বলে বিবেচিত হতে পারে ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ব্যাক্তিগত ভাবে আমার তো তাই মনে হয়।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মুক্তমনা নাকি মূর্খমনা?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: এটা তাদের বুঝাবে কে?
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯
নীল আকাশ বলেছেন: আপনি এ জাতীয় লেখা লিখবেন আর আশা করবেন আপনার লেখা প্রথম পাতায় থাকবে ? এখানে মুক্তমনা নাকি মূর্খমনা যাই বলুন এদের সংখ্যা অনেক অনেক বেশী। এরা কেউ আপনার লেখা পড়বে না বা মন্তব্য করবে না। প্রথম পাতায় থাকা সম্ভবত নির্ভর করে কতজন পড়ল বা মন্তব্য করলেো তার উপর। ব্লগ কতৃপক্ষ সম্ভবত এটা করেনি। এটা অটোমটিক হয়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: এটা অবশ্য ঠিক বলেছেন, রিমুভ হওয়ার আশঙ্কা নিয়েই এখানে এমন লেখা পোস্ট করতে হয়। তবে ব্লগ কতৃপক্ষই এটা করেছে এবং নোটিফিকেশন ও ইমেইল করে তা জানিয়েছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪
নীল আকাশ বলেছেন: প্রিয় তে নিলাম ভাই। একদম মনের কথা গুলি বলেছেন। এর পৃথিবী তে হাজার হাজার ধর্ম থাকলেও একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়ে এর কথা বলবে না। এদের অবস্থা হলো কুয়ার ভেতরে কুনো ব্যাং এর মতো। এদের গ্যান পায়ের হাটুর নিচে থাকলেও একেক জন নিজেকে জনাব আইনশ্টাইন মনে করে।