নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

মাংসের স্বাদ

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮



রক্তাক্ত স্বদেশ; লজ্জিত মানচিত্র!
মুক্তির স্বাদ মেলে নাই আজো
হানাদার মুল্লুকে।
রক্ত নেশায় হায়েনা মত্ত
শুকুর নারীর গন্ধে;
শকুন পেয়েছে মাংসের স্বাদ
হাট-মাঠ-প্রান্তরে!

(ছবি: সংগৃহীত)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ এতো খারাপ হতে পারে। ছিঃ!!

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২০

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: আপনি এখনো এদের মানুষ বলছেন! আমিতো বলি শুকুর...

২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

নাগরিক কবি বলেছেন: বিচার চাই,স্রেফ বিচার চাই

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: বিচার চাইতে গিয়েই তো মৃত্যু উপহার পেয়েছে। তো আপনি কিসের বিচার চান এখন? প্রভাবশালীদের বিচার করার মতো এতো সময় আছে নাকি রাষ্ট্রের?

৩| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কত বিচার চাওয়া হল কিন্তু কোথায় কি?

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: প্রভাবশালীদের বিচার করার মতো এতো সময় কই রাষ্ট্রের?

৪| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: মসত্ট আট লাইন,কিন্তু পাওয়ারফুল!

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: মানুষ নামধারী শুকুরদের প্রতি ঘৃণার প্রকাশ মাত্র...

৫| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯

মনিরা সুলতানা বলেছেন: রক্তাক্ত স্বদেশ; লজ্জিত মানচিত্র!
:( না আমরা আর বিচার চাই না !
চাইতে গেলে হয়ত একদিন সেখানে আমাদের অন্য একজনের ছবি এমন ভাইরাল হবে।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: প্রভাবশালী শুকুরদের বিচার করার মতো এতো সময় নেই রাষ্ট্রের হাতে...

৬| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ঢাবিয়ান বলেছেন: মায়ের বুকে নিথর হয়ে পড়ে আছে তার ধর্ষিতা মেয়ে।

এর চেয়ে শক্তিসালী প্রতিবাদ আর হতে পারে না।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: জাতির জন্য লজ্জা!

৭| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

ধূসর সপ্ন বলেছেন: আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারি চিৎকার বুকের ব্যাথা.............

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: এ জাতির জন্য লজ্জা।

৮| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: বিচার চাই বলিয়াও কবে কার বিচার হয়েছে ।
আমরা কিছু দিন গর্জন ছাড়বো তারপর নীরব ।
লেখা ভালো লাগল

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ!

৯| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দলান্ধ চেতনার আফিম ঘোর কাটলে এসো
মা মাটি মানুষের ভালবাসলে এসো
পলায়নপর মনোবৃত্তির মৃত্যু হলে এসো
সাদাকে সাদা কালকে কাল বলতে শিখলে এসো

আবার হোক লড়াই;
আবার হোক মুক্তি সংগ্রাম
মা, মাটি আর মানুষের
গণতন্ত্র, মানবতা আর মনুষ্যত্বের

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: মানবতা আর মনুষ্যত্বের মুক্তিটাই আজ সবচেয়ে জরুরি।
ধন্যবাদ।

১০| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সাইন বোর্ড বলেছেন: এ দৃশ্য বড় লজ্জার !

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: রাষ্ট্রের বোধদয় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.